ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদে বাধা

প্রকাশিত: ০৭:০৪, ১২ এপ্রিল ২০১৮

চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদে বাধা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবৈধ বসতি উচ্ছেদে বাধাপ্রাপ্ত হয়েছে জেলা প্রশাসন। বুধবার সকাল ১০টা থেকে এ অভিযান শুরু হয়। কিন্তু কিছু উচ্ছেদ হওয়ার পর স্থানীয়রা বাধা প্রদান করলে একপর্যায়ে ফিরে আসতে বাধ্য হয় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন টিম। তবে বর্ষা মৌসুমকে সামনে রেখে যেভাবেই হোক ঝুঁকিপূর্ণ স্থাপনা থেকে লোকজনকে সরিয়ে দেয়া হবে বলে জানিয়েছে প্রশাসন সূত্র। জানা যায়, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নগরীর মতিঝর্ণা পাহাড় ও পাহাড়ের খাদে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুর। এর আগে কয়েক দফায় মাইকিং করার পরও বসবাসকারীরা সরে না যাওয়ায় এ অভিযান চালাতে হয়েছে। অভিযানে লালখান বাজার ওয়ার্ড মতিঝর্ণা এলাকায় বেশকিছু ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ করা হয়। বিচ্ছিন্ন করা হয় বিদ্যুত সংযোগ। কিন্তু কিছুক্ষণ পরই স্থানীয় লোকজন জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। প্রভাবশালীরাও স্থানীয়দের বিক্ষুব্ধ করে তোলে। অভিযানে প্রায় ১২টি বসতি ভেঙ্গে ফেলা হয় এবং ১৫টি বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কিন্তু প্রতিবাদ জোরালো হওয়ায় একপর্যায়ে উচ্ছেদ অভিযানকারী টিমকে ফিরে আসতে হয়। অভিযানে সহযোগিতা করেন সিটি কর্পোরেশন, বিদ্যুত উন্নয়ন বোর্ড, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, সিএমপি এবং ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা। এদিকে, উচ্ছেদ অভিযান ব্যর্থ হলেও আসন্ন বর্ষার ঝুঁকিকে সামনে রেখে সেখানে বসবাসকারীদের সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। বিদেশী মদসহ দুই যুবক গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর বাঁকলিয়া থানার মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে বিদেশী মদসহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন পটিয়ার হুলাইন গ্রামে মোঃ শাহ আলম (২৬) এবং নোয়াখালীর বেগমগঞ্জের মোঃ কিরণ (২৮)। একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৩৬ বোতল বিদেশী মদ। পুলিশ গাড়িটি হেফাজতে নিয়েছে। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
×