ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নিজের বাল্য বিবাহ ঠেকাল সাহসী আশা মনি

প্রকাশিত: ০৭:০২, ১২ এপ্রিল ২০১৮

নিজের বাল্য বিবাহ ঠেকাল সাহসী আশা মনি

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১১ এপ্রিল ॥ নিজের বাল্য বিবাহ ঠেকালেন সাহসী স্কুলছাত্রী আশা মনি। আশা মনি আমতলী উপজেলার দক্ষিণ রাওঘা গ্রামের মজনু গাজীর মেয়ে। সে দক্ষিণ রাওঘা নুর আল-আমিন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর মেধাবী ছাত্রী। মঙ্গলবার সন্ধ্যায় ইউএনও মোঃ সরোয়ার হোসেনের কাছে এসে নিজের বাল্য বিবাহর কথা বলেন। পরে ইউএনও বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছেন। জানা গেছে, উপজেলার দক্ষিণ রাওঘা গ্রামের মজনু গাজীর নবম শ্রেনীতে পড়ুয়া কন্যা আশা মনিকে বরিশালের লিটন (৩০) নামের এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে ঠিক করে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বরিশাল বর লিটনের বাড়িতে বিয়ের কাজ সম্পন্ন হওয়ায় কথা ছিল। বিয়ের সব আয়োজন সম্পন্ন করে মজনু গাজীর জামাতা বাদল খান, ভগ্নিপতি বাবুল মৃধা ও মামাত ভাই জসিম সরদার। আশা মনি এ খবর জানতে পেরে চাচাত ভাই মাহবুবুর রহমান নিপুর সহযোগিতায় মঙ্গলবার সন্ধ্যায় আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেনের কার্যালয়ে উপস্থিত হয়। বিয়ের সব ঘটনা ইউএনওকে খুলে সে বলে। তাৎক্ষণিক ইউএনওএ বিয়ে বন্ধের জন্য চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খানকে সঙ্গে নিয়ে আশা মনির বাড়িতে যান। ইউএনও আশা মনির বাবা মজনু গাজী, মা লুচি বেগম, চাচা মোস্তফা গাজী ও জুয়েল গাজীসহ স্বজনদের ডেকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে বুঝাতে সক্ষম হয়।
×