ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাউফলে বালু উত্তোলনের মহোৎসব

প্রকাশিত: ০৭:০১, ১২ এপ্রিল ২০১৮

বাউফলে বালু উত্তোলনের মহোৎসব

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১১ এপ্রিল ॥ চলছে ভূ-গর্ভস্থ বালু উত্তোলনের মহোৎসব। খাল ও পুকুরের মধ্যে অবৈধভাবে ড্রেজার মেশিনের পাইপ বসিয়ে বালু তোলা হচ্ছে। এর ফলে ভূমি ধসের আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, বালু মহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী পাম্প বা ড্রেজিং বা অন্য কোন মাধ্যমে ভূ-গর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা যাইবে না। ওই আইনের (৩) উপধারা (২) এ উল্লেখ রয়েছে ড্রেজিং কার্যক্রমে বাল্কহেড বা প্রচলিত বলগেট ড্রেজার ব্যবহার করা যাবে না এবং এভাবে বালু উত্তোলন আইনত দ-নীয় অপরাধ বলে বিবেচ্য হবে। কিন্তু সরকারের এই আইন অবজ্ঞা করে স্থানীয় প্রভাবশালী ঠিকাদাররা এমন অনিয়ম করলেও নিশ্চুপ রয়েছে সরকারের সংশ্লিষ্ট তদারককারী প্রতিষ্ঠান। স্থানীয়রা এ নিয়ে বিক্ষুদ্ধ হলেও ঘটনার সঙ্গে প্রভাবশালীরা জড়িত থাকায় প্রতিবাদ করতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ। বুধবার সরেজমিনে উপজেলার মদনপুরা ইউনিয়নের উত্তর মদনপুরা ৪নং ওয়ার্ডের একটি সড়ক পরিদর্শন করে দেখা গেছে, খালের মধ্যে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ওই খাল থেকে বালু উত্তোলনের কারণে খালটির একাধিক অংশে দেখা দিয়েছে মাটি ধস। একই কায়দায় বালু উত্তোলন করতে দেখা গেছে ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিলবিলাস মদনপুরা খাল থেকে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে মিলন মাতুব্বর নামে এক ঠিকাদার সড়কে বালু ভরাটের জন্য ওই খাল থেকে ভূ-গর্ভস্থ বালু উত্তোলন করছেন। বিদ্যুতস্পৃষ্ট হয়ে সেনা সদস্যের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১১ এপ্রিল ॥ জেলার তাড়াইলে বৈদ্যুতিক লাইন থেকে জলপাই গাছের ডাল সরাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে তানভীর আহম্মেদ (২৩) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার রাউতি ইউনিয়নের সুরঙ্গল গ্রামে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে কর্মরত তানভীর আহম্মেদ (আইডি নং: অর্ডঃ১১৯৭৩৯ এবং সেনা নং: ২২০৬২৬৫) সম্প্রতি তিনি ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন। এলাকায় বাবু নামে পরিচিত এই সেনা সদস্য সকালে বাড়ির পাশে জলপাই গাছের ডাল সরাতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে।
×