ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৈয়দপুরে গণহত্যা দিবস আজ

প্রকাশিত: ০৭:০০, ১২ এপ্রিল ২০১৮

সৈয়দপুরে গণহত্যা দিবস আজ

স্টাফ রিপোর্টার নীলফামারী ॥ উত্তর জনপদের সৈয়দপুরে গণহত্যা দিবস আজ বৃহস্পতিবার। দিবসটি পালনে প্রজন্ম-৭১সহ মুক্তিযুদ্ধের সপক্ষের বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে উপজেলার সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাঙালী ভোজের আয়োজন করা হয়েছে। ১৯৭১ সালের বিভিন্ন সময় তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্য ডাঃ জিকরুল হক, তুলসীরাম আগরওয়ালা, ডাঃ সামছুল হক, ডাঃ বদিউজ্জামান, ডাঃ ইয়াকুব আলী, রেলওয়ে কর্মকর্তা আয়েজ উদ্দিন, যমুনা প্রসাদ কেডিয়া, রামেশ্বরলাল আগরওয়ালা, নারায়ণ প্রসাদ প্রমুখকে ধরে সৈয়দপুর সেনানিবাসে হাত-পা বেঁধে রাখা হয়। এরপর ১২ এপ্রিল রংপুর সেনানিবাসের উত্তর পাশে নিসবেতগঞ্জ বধ্যভূমিতে চোখ বেঁধে তাদের গুলি করে হত্যা করা হয়েছিল। প্রজন্ম ৭১-এর সদস্য ও শহীদ পরিবারের সন্তান সাংবাদিক এম আর আলম ঝন্টু জানান প্রতি বছরের ন্যায় এবারও ১২ এপ্রিল সৈয়দপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় শহীদ দিবস পালন করা হবে। এর মধ্যে রয়েছে শহীদ স্মৃতি অম্লান চত্বরে মোমবাতি প্রজ্জলন, কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি, মিলাদ মাহফিল ও আলোচনা সভা কাঙ্গালীভোজ রয়েছে। গাংনীতে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত সংবাদদাতা, মেহেরপুর, ১১ এপ্রিল ॥ গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামের মাঠপাড়া এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক ডাকাত নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি এলজি পিস্তল, ৪ টি হাতবোমা ও দুইটি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত তিনটার সময় হেমায়েতপুর-আমতৈল রাস্তার পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি শুরু করে। পুলিশ ও ডাকাতদের গোলাগুলির এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। এসময় অজ্ঞাত এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
×