ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চুক্তি থেকেও বাদ পড়লেন স্মিথ-ওয়ার্নার

প্রকাশিত: ০৬:৩৪, ১২ এপ্রিল ২০১৮

চুক্তি থেকেও বাদ পড়লেন স্মিথ-ওয়ার্নার

স্পোর্টস রিপোর্টার ॥ বহুল আলোচিত বল টেম্পারিংয়ের কারণে এক বছরের জন্য সকল ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন। বুধবার ঘোষিত ২০১৮-১৯ মৌসুমের জন্য ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে ব্যাপক রদবদল করা হয়েছে। গত এক বছরে পারফর্মেন্সের ভিত্তিতে আসন্ন মৌসুমের জন্য ২০ জন খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তিতে আনা হয়েছে। প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন পাঁচজনÑ পেসার জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন ও এন্ড্রু টাই অলরাউন্ডার, মার্কাস স্টয়নিস ও উইকেটরক্ষক এ্যালেক্স কারে। নতুন টেস্ট অধিনায়ক টিম পেইন ও ব্যাটসম্যান শন মার্শ পুনরায় চুক্তিতে যুক্ত হয়েছেন। অন্যদিকে বাদ পড়েছেন স্পিনার এ্যাডাম জাম্পা, পেসার জ্যাকসন বার্ড ও জেমন প্যাটিনসন, অলরাউন্ডার হিলটন কার্টরাইট ও উইকেটরক্ষক ম্যাথু ওয়েড। গত ছয় মাসে টেস্ট দলে থাকা চ্যাড সায়ার্সেরও নতুন চুক্তিতে ঠাঁই হয়নি। আসন্ন মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিভুক্ত খেলোয়াড়রা কমপক্ষে ২,৮৬,০০০ অস্ট্রেলিয়ান ডলার (২,২২,০০০ মার্কিন ডলার) করে পাবেন। আগামী বিশ্বকাপ (২০১৯) যেহেতু এই চুক্তির সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে সে কারণেই নির্বাচকরা সীমিত ওভারের খেলোয়াড়দের ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। এ প্রসঙ্গে নির্বাচক ট্রেভর হনস বলেন, ‘এই সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সীমিত ওভারের ক্রিকেট অনুষ্ঠিত হবে। যার মধ্যে রয়েছে ২০১৯ বিশ্বকাপ। এ কারণেই সাদা বলের খেলোয়াড়দের ওপর বেশি গুরুত্ব দেয়া হয়েছে। বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনেই আমরা মাঠে নামব।’ গত মাসে দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউন টেস্টে বল টেম্পারিং করা ক্যামেরুন ব্যানক্রফটের স্থলাভিষিক্ত টেস্ট ওপেনার ম্যাট রেনশ চুক্তিতে নিজের জায়গা ধরে রেখেছেন। কিন্তু শেষ ম্যাচের জন্য জোহানেসবার্গে উড়ে যাওয়া আরেক ব্যাটসম্যান জো বার্নস ব্যর্থ হয়েছেন। হনস জানিয়েছেন, ‘পুরো প্রক্রিয়াটি বেশ জটিল। কিন্তু আমরা এই ২০ জনকে নিয়ে সন্তুষ্ট। আমরা মনে করি তিন ধরনের ফর্মেটে এটা অস্ট্রেলিয়ার জন্য একটি ভারসাম্যপূর্ণ তালিকা।’ কেপটাউনে স্মিথদের বল টেম্পারিং ঘটনা পুরো ক্রিকেট বিশ্বকে হতবাক করে দেয়। সে কারণেই অস্ট্রেলিয়ান ক্রিকেট পুরো বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হয়। এই ঘটনায় স্মিথ ও ওয়ার্নার ও ব্যানক্রফট (নয় মাস নিষিদ্ধ) দুঃখ প্রকাশ করে শাস্তি মেনে নিয়েছেন। চুক্তিভুক্ত ক্রিকেটার ॥ এ্যাস্টন এ্যাগার, এ্যালেক্স কারে, প্যাট কামিন্স, এ্যারন ফিঞ্চ, পিটার হ্যান্ডসকম্ব, জস হ্যাজলউড, ট্রেভিস হেড, উসমান খাজা, নাথান লেয়ন, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ, মিচেল মার্শ, টিম পেইন, ম্যাট রেন শ, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, বিলি স্টানলেক, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও এন্ড্রু টাই।
×