ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ম্যানসিটিকে বিদায় করে সেমিতে লিভারপুল

প্রকাশিত: ০৬:৩২, ১২ এপ্রিল ২০১৮

ম্যানসিটিকে বিদায় করে সেমিতে লিভারপুল

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগেও হারল ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত লিভারপুল ২-১ গোলে পরাজিত করেছে পেপ গার্ডিওলার দলকে। আর তাতেই চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় ম্যানচেস্টার সিটির। এ্যানফিল্ডে প্রথম লেগে লিভারপুলের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছিল ম্যানচেস্টার সিটি। তাই দ্বিতীয় লেগের ম্যাচটা ছিল গার্ডিওলার শিষ্যদের জন্য অগ্নিপরীক্ষা। এই ম্যাচের দ্বিতীয় মিনিটেই সিটিজেনদের এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুস। তবে প্রথমার্ধে আর কোন দলই গোলের দেখা পায়নি। যে কারণে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পরই চিত্রনাট্যে মোহাম্মদ সালাহ। মিসরীয় ফরোয়ার্ডের ইনজুরি সমস্যা থাকলেও কোন ধরনের ঝুঁকি নেননি লিভারপুলের অভিজ্ঞ কোচ জার্গেন ক্লপ। শুরুর একাদশেই খেলার সুযোগ করে দেন সালাহকে। কোচের আস্থার প্রমাণ রাখলেন দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে সাদিও মানের সহায়তায় দারুণ এক গোল করে। চলতি মৌসুমে সবধরনের প্রতিযোগিতায় এটা তার ৩৯তম গোল। ইংলিশ প্রিমিয়ার লীগে অন্য খেলোয়াড়দের চেয়েও ১১টি বেশি। এই সময়ে সতীর্থদের দিয়ে আরও ১১ গোল করাতেও ভূমিকা রেখেছেন সালাহ। অর্থাৎ সবমিলিয়ে তার সরাসরি ভূমিকায় মোট গোলের সংখ্যা ৫০। দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে ম্যানচেস্টার সিটির জালে বল জড়ান রবার্তো ফিরমিনো। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স লীগে এবারের মৌসুমে তার গোলসংখ্যা দাঁড়ায় আটটি। আর চ্যাম্পিয়ন্স লীগে এবারের আসরে লিভারপুলের মোট গোলসংখ্যা দাঁড়ায় ৩৩টি। যা ইউরোপ সেরার এই টুর্নামেন্টে ইংল্যান্ডের কোন ক্লাবের সর্বোচ্চ গোলের রেকর্ড। সিটিকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগের দ্বিতীয় দল হিসেবে ১০ কিংবা তার বেশিবার চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে জায়গা করে নিল লিভারপুল। তাদের আগে সর্বোচ্চ ১২ বার শেষ চারের টিকেট আছে কেবল ম্যানচেস্টার ইউনাইটেডেরই। আরও একটা রেকর্ড গড়েছে লিভারপুল। ক্লাব ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা কোচ পেপ গার্ডিওলাকে একই মৌসুমে সর্বোচ্চ তিনবার হারানোর রেকর্ড। এদিন নতুন এক রেকর্ড গড়েন সালাহও। বার্সিলোনা ও ইন্টার মিলানের সাবেক তারকা ফুটবলার স্যামুয়েল ইতোর আট গোলের রেকর্ড স্পর্শ করেন তিনি। ইউরোপ সেরার এই টুর্নামেন্টে চলতি মৌসুমে লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ডের এটা অষ্টম গোল। ৭৩৪ মিনিট খেলে প্রতিপক্ষের জালে আটবার বল জড়ান তিনি। তার গোল গড় প্রতি ৯২ মিনিটে একটি। ২০১০-১১ মৌসুমে ইন্টার মিলানের জার্সিতে আট গোল করেছিলেন স্যামুয়েল ইতো। আফ্রিকান ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে এটি ছিল এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড। সে মৌসুমে ইন্টার মিলানকে ত্রিমুকুট জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ইতো। দীর্ঘ আট বছর এই রেকর্ডটাকে নিজের করে রেখেছিলেন ক্যামেরুনের সাবেক কিংবদন্তি ফুটবলার। কিন্তু মঙ্গলবার তার রেকর্ডে ভাগ বসান মোহাম্মদ সালাহ। সালাহ যেভাবে গোল করাটাকে নিয়মিত রীতিতে পরিণত করেছেন, তাতে ইতোকে ছাড়িয়ে যাওয়াটাও এখন কেবলই সময়ের ব্যাপার। চলতি মৌসুমের শুরু থেকেই অসাধারণ পারফর্মেন্স উপহার দেয়া সালাহর সামনে এখন ইউরোপের সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডেন বুট জয়েরও হাতছানি। এই পুরস্কার জয়ের দৌড়ে রয়েছেন বার্সিলোনার আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি আর রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
×