ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সালাউদ্দিনের টানা তিন

প্রকাশিত: ০৬:৩২, ১২ এপ্রিল ২০১৮

সালাউদ্দিনের টানা তিন

স্পোর্টস রিপোর্টার ॥ আগেই নির্বাচিত হয়েছিলেন। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতার। বুধবার সেটাও হয়ে গেল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে, সাফের কংগ্রেস অধিবেশনে। যখন ফুটবলার ছিলেন তখন হ্যাটট্রিক করেছেন ভুরিভুরি। এবার সংগঠক হিসেবেও দ্বিতীয়বারের মতো হ্যাটট্রিক করলেন কাজী মোঃ সালাউদ্দিন। অনেক আগেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করেছিলেন। সেটা ছিল দেশের মধ্যে। এবার দেশের গ-ি ছাড়িয়েও একই কীর্তির পুনরাবৃত্তি করলেন তিনি। দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনে (সাফ) টানা তৃতীয়বারের মতো সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি আগামী চার বছরের জন্য। তাও আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায়। গত ২৭ মার্চ ছিল সাফ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আবেদন করার শেষ দিন। সাফ সচিবালয়ে শুধু সালাউদ্দিন ছাড়া আর কেউই আবেদন করেননি। অর্থাৎ এক্ষেত্রে তার কোন প্রতিদ্বন্দ্বীই ছিল না দক্ষিণ এশিয়ার বাকি সাত দেশ থেকে। কাজেই প্রতিদ্বন্দ্বী না থাকায় বেসরকারীভাবে সালাউদ্দিনই আগামী সাফের সভাপতি থাকছেন। এর আগে ২০১০ সালে প্রথম ও ২০১৪ সালে দ্বিতীয়বারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফের সভাপতি হয়েছিলেন তিনি। এবার সাফের কার্যনির্বাহী কমিটি হবে ১২ সদস্যের। সভাপতি, তিনজন সহ-সভাপতি ও সাতজন সদস্য। আর সাধারণ সম্পাদক (বাংলাদেশের আনোয়ারুল হক হেলাল) হলেন নিয়োগপ্রাপ্ত। কাজী সালাউদ্দিনের পাশপাশি আরও দুজন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। একজন শ্রীলঙ্কার আনুরা ডি সিলভা, অপরজন পাকিস্তানের সৈয়দ খাদিম আলি শাহ্। অন্য পদটি পূরণ হয়েছে শ্রীলঙ্কার মনি কুনওয়ারের স্থলাভিষিক্ত হবার মধ্য দিয়ে। এছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ভুটানের উয়েগেন ওয়াংচুক। এছাড়া সাত দেশ থেকে একজন করে নির্বাহী কমিটির সদস্য থাকবেন। সাফ কংগ্রেসে ঘোষিত হয়েছে এ বছরের সাফের সব টুর্নামেন্টের দিনক্ষণও। আগস্টে হবে সাফ অ-১৫ মহিলা চ্যাম্পিয়নশিপ (ভেন্যু চূড়ান্ত হয়নি), আগস্ট-সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে সাফ অ-১৮ মহিলা চ্যাম্পিয়নশিপ (ভেন্যু চূড়ান্ত হয়নি), ৪-১৫ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। নবেম্বরে অনুষ্ঠিত হবে ছেলেদের অ-১৫ চ্যাম্পিয়নশিপ (ভেন্যু চূড়ান্ত হয়নি)। ডিসেম্বরে হবে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ (ভেন্যু চূড়ান্ত হয়নি)।
×