ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চেন্নাইয়ে ধোনির রাজকীয় ফেরা

প্রকাশিত: ০৬:২৯, ১২ এপ্রিল ২০১৮

চেন্নাইয়ে ধোনির রাজকীয় ফেরা

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরে ফেরার আনন্দ যে কতটা তৃপ্তিদায়ক মহেন্দ্র সিং ধোনির বক্তব্যেই সেটি পরিষ্কার। দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) চেন্নাই সুপার কিংস (সিএসকে)। মুম্বাইয়ে উদ্বোধনী ম্যাচেই চ্যাম্পিয়নবধের পথে হলুদ শিবিরের শুরুটাও হয়েছে দুর্দান্ত। আর পরশু ঘরের মাঠ এম চিদম্বরম স্টেডিয়ামে ২০২ রান টপকে কলকাতা নাইটরাইডার্সকে উড়িয়ে (৫ উইকেটের জয়) দেয়ার ম্যাচটা তো আরও স্মরণীয়। ম্যাচ শেষে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জানিয়েছেন, প্রিয় হলদে জার্সিতে এভাবেই ফিরতে চেয়েছিলেন তিনি, ‘অসাধারণ একটা ম্যাচ। স্যাম কুরান দারুণ ব্যাটিং করেছে। কেকেআরও ম্যাচটা জিততে পারত। ওরা জিতলেও সেটা ওদের প্রাপ্য হতো। এতগুলো ছক্কা মেরেছে! তাতেই তো ওরা এগিয়ে ছিল। কিন্তু আমাদেরও আবেগ চেপে রেখে লড়াই করে যেতে হয়েছে। দু’দলেরই বোলারদের খারাপ গেছে। তবে দিনশেষে এমন জয়ে ঘরে ফেরার আনন্দের সঙ্গে আর কিছুর তুলনা হয় না।’ চিদম্বরমের ম্যাচটা ছিল সত্যি মনে রাখার মতো। আন্তর্জাতিক তো বটেই, ক্লাব টি২০তেও ২শ’র বেশি চেজ করে জয়ের উদাহরণ খুব বেশি নেই। আন্দ্রে রাসেলের দানবীয় ৮৮* (৩৬ বলে ১ চার ও ১১ ছক্কায়) ব্যাটিংয়ে ৬ উইকেটে ২০২ রান তুলেছিল। সেটি টপকে জয় পেতে অসাধারণ খেলেছেন শেন ওয়াটসন (১৯ বলে ৪২) ও স্যাম বিলিংস (২৩ বলে ৫৬)। ইনিংসের এক বল আগে বিনয় কুমারকে ছক্কা হাঁকিয়ে চিদম্বরমের হলুদ গ্যালারি মাতিয়ে তোলেন রবীন্দ্র জাদেজা (৭ বলে ১১*)। ইডেন গার্ডেন্সে নিজেদের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে উজ্জীবিত কেকেআরকে সমর্থন দিতে চেন্নাইয়ে উড়ে গিয়েছিলেন মালিকপক্ষের অন্যতম শাহরুখ খান। টিভি ক্যামেরায় বারবারই বলিউড বাদশাহকে দেখা গেছে। আন্দ্রে রাসেল তাকে যে আনন্দ দিয়েছিলেন, আমবাতি রাইডু, শেন ওয়াটসনের ব্যাটিং ঝড় ও শেষ ওভারে বিনয় কুমারের ব্যর্থ বোলিংয়ে সেটি ম্লান হয়ে গেছে। তবে প্রতিপক্ষকে বাহবা দিয়েছেন ক্রিকেট পাগল কিং খান। আগের ম্যাচে ঝড় তোলা ডোয়াইন ব্রাভোর পরিবর্তে এদিন জাদেজাকে ব্যাটিংয়ে আগে নামানোর ব্যাখ্যা দিয়ে চেন্নাই অধিনায়ক ধোনি বলেন, ‘কারও না কারও ওপর ভরসা করতেই হয়। শেষ ওভারে তো দু’জন ব্যাট করে আর একজনই বোলিং করে। তার ওপর ভরসা করতেই হয়। সেটাই করেছি। আমার বিশ্বাস ছিল জাড্ডু (জাদেজা) কাজটা ঠিকই করে ফিরবে।’ অন্যদিকে কুলদীপ যাদব ও টম কুরান চমৎকার বোলিং করলেও শেষ ওভারে কেন বিনয় কুমারকে দেয়া হলো এ নিয়ে প্রশ্নের মুখে কেকেআরের নতুন অধিনায়ক দীনেশ কার্তিকের ব্যাখ্যা, ‘বাঁহাতি জাদেজা এমনিতে স্পিন ভাল খেলে। তাই অভিজ্ঞ পেসারের হাতে বল তুলে দিয়েছিলাম। কিন্তু ওদের এতগুলো উইকেট হাতে থাকার পর তার আসলে কিছুই করার ছিল না।’ তিনি আরও যোগ করেন, ‘চেন্নাই দু’বছর পরে ফিরেছে। ঘরের মাঠে তাদের জন্য আমরা এ রকম সমর্থনই আশা করেছিলাম। দুর্দান্ত খেলেছেও ওরা। টি২০ ক্রিকেটে এমন হয়েই থাকে।’
×