ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার চায় যুক্তফ্রন্ট

প্রকাশিত: ০৬:২৩, ১২ এপ্রিল ২০১৮

কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার চায় যুক্তফ্রন্ট

স্টাফ রিপোর্টার ॥ যুক্তফ্রন্ট নেতারা কোটা পদ্ধতি সংস্কারের জন্য আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে পুলিশী ও দলীয় লোকজনের নির্যাতনকে সরকারের স্বৈরাচারী আচরণ উল্লেখ করে ‘কোটা পদ্ধতির’ যুক্তিসংগত সংস্কারের দাবি জানিয়েছেন। বুধবার গণমাধ্যমে পাঠানো যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, যুক্তফ্রন্ট নেতা ও জেএসডির সভাপতি আ স ম আবদুর রব এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান এক যুক্ত বিবৃতিতে এ আহ্বান জানান। কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন চলছে। শনিবার রাত থেকে এ আন্দোলন সারাদেশে ছড়িয়ে যায়। পরিস্থিতি বিবেচনায় সোমবার বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভোলানন্দগিরি মহারাজের তিরোধান দিবসের অনুষ্ঠান যোগসিদ্ধ মহাপুরুষ শ্রীশ্রী স্বামী ভোলানন্দগিরি মহারাজের ৮৯তম তিরোধান দিবস উপলক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ১৬ প্রহরব্যাপী নামযজ্ঞ, আলোচনা সভা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। এসব অনুষ্ঠান চলবে শনিবার পর্যন্ত। এ উপলক্ষে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় মন্দির প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন শ্রীমৎ স্বামী ধ্রুবেশানন্দ মহারাজ। এছাড়া সরকারের উর্ধতন কর্মকর্তাসহ ভক্তবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। -বিজ্ঞপ্তি
×