ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নবায়নযোগ্য জ্বালানিতে সাড়ে ৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

প্রকাশিত: ০৬:১৪, ১২ এপ্রিল ২০১৮

নবায়নযোগ্য জ্বালানিতে সাড়ে ৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

স্টাফ রিপোর্টার ॥ প্রান্তিক জনগোষ্ঠীকে নবায়নযোগ্য জ্বালানি সুবিধা দিতে ৫ কোটি ৫০ লাখ ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। স্থানীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪৪৫ কোটি টাকা (প্রতি ডলার ৮১ টাকা হিসাবে)। পল্লী অঞ্চলে বিদ্যুতায়ন এবং নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন শীর্ষক প্রকল্পের ২য় পর্যায়ে এই অর্থ দেয়া হচ্ছে। বুধবার বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঋণ সহায়তা অনুমোদনের এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকল্পটির আওতায় এক হাজার সৌর সেচ পাম্প, ৩০টি ছোট সৌর গ্রিড, ৪০ লাখ বিশেষ রান্নার চুলা দেয়া হবে। প্রায় ১০ লাখ মানুষ এই সুবিধা ভোগ করতে পারবেন। সেই সঙ্গে এসব উদ্যোগের ফলে বাতাসে কার্বনের পরিমাণ কমবে বলে দাবি করছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান জানিয়েছেন, এটি গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এই প্রকল্পে বাংলাদেশকে সাহায্য করতে পেরে আমরা খুশি। জানা গেছে, প্রকল্পের অধীনে দরিদ্র এলাকার জন্য ১০টি ছোট সৌর গ্রিড তৈরি করা হবে, যা জাতীয় বিদ্যুত সরবরাহ ব্যবস্থা থেকে পাওয়া বিদ্যুতের মতোই হবে। এর আওতায় ২৮ হাজার ঘরবাড়ি, ব্যবসাসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্প সুবিধা পাবে। এতে কার্বন কমিয়ে বায়ুদূষণে সহায়তা করবে ও সরকারের ডিজেল আমদানি কমাতে সহায়তা করবে। বিশ্বব্যাংক বলছে, বায়ুদূষণে বছরে সহ¯্রাধিক মানুষ মারা যাচ্ছে। বিশেষ করে নারী ও শিশুর সংখ্যা বেশি। আইএফআইসি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। বিদায়ী বছরে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (কনসোলিটেডেট ইপিএস) হয়েছে ২ টাকা ৩৪ পয়সা।
×