ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইনভেস্টমেন্ট প্রমোশন টিম হচ্ছে

প্রকাশিত: ০৬:১৩, ১২ এপ্রিল ২০১৮

ইনভেস্টমেন্ট প্রমোশন টিম হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করে বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে জাতীয় রাজস্ব বোর্ডের একজন সদস্যকে প্রধান করে ‘ইনভেস্টমেন্ট প্রমোশন টিম’ গঠনের প্রস্তাব দিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। সম্প্রতি রফতানি অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), রফতানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ (বেপজা) বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) এবং হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে প্রাক বাজেট আলোচনার এ প্রস্তাব দেন তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, ‘প্রতিবেশী ভারত, ভিয়েতনাম, মিয়ানমার, চীনসহ অনেক দেশ বিদেশী বিনিয়োগ আকর্ষণে সফলতার পরিচয় দিচ্ছে। বিদেশী বিনিয়োগ টানতে হলে এসব দেশের সঙ্গে প্রতিযোগিতা করে অবশ্যই আমাদেরও সুযোগ-সুবিধা দিতে হবে। বিনিয়োগকে প্রমোট করতে না পারলে বিনিয়োগের পরিবেশ তৈরি হবে না।’ এডিবির পূর্বাভাসে প্রবৃদ্ধি হবে ৭ শতাংশ অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি অর্থবছর শেষে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটি বলছে, আলোচ্য সময়ে মূল্যস্ফীতি হতে পারে ৬ দশমিক ১ শতাংশ। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এডিবি ঢাকা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য তুলে ধরেন এডিবি অর্থনীতিবিদ সুন চ্যান হং। তিনি বলেন, এসব অর্জনের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। দেশের রফতানি খাতকে আরও বেগবান করতে হবে। কেবল পোশাক শিল্পের ওপর নির্ভর না করে অন্যান্য পণ্যের দিকেও নজর দেয়ার পাশাপাশি নতুন নতুন বাজার সন্ধানে পরামর্শ দেন তিনি। এর আগে গত সোমবার বিশ্বব্যাংক জানায়, চলতি ২০১৭-১৮ অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৫ শতাংশ। এদিকে সরকারের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হার হবে ৭ দশমিক ৬৫ শতাংশ।
×