ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চীনে বিস্ফোরকবাহী গাড়ি বিস্ফোরণে নিখোঁজ সাত, আহত ১৩

প্রকাশিত: ০৬:০৮, ১২ এপ্রিল ২০১৮

চীনে বিস্ফোরকবাহী গাড়ি বিস্ফোরণে নিখোঁজ সাত, আহত ১৩

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শানজি প্রদেশের ঝেনান কাউন্টির পুসান গ্রামে মঙ্গলবার বিস্ফোরকবাহী একটি গাড়ির বিস্ফোরণে সাত জন নিখোঁজ ও ১৩ জন আহত হয়েছেন। ঝেনান কাউন্টি সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ঝেনান কাউন্টির পুসান গ্রামে মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটের দিকে এই বিস্ফোরণ ঘটে। গাড়িটি চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের নিবন্ধিত। বিস্ফোরকবাহী গাড়িটি পুসান গ্রামের কাছে একটি গুদামে বিস্ফোরক নিয়ে যাচ্ছিল। বিস্ফোরণের সময় গাড়িটি গ্রামের কাছে পার্ক করা ছিল। এ ব্যাপারে তদন্ত চলছে।-সিনহুয়া ব্রাজিলে কারাগার ভেঙ্গে পালানোর চেষ্টা, নিহত ২০ ব্রাজিলের উত্তরাঞ্চলের একটি কারাগার ভেঙ্গে পালানোর চেষ্টা করায় অন্তত ২০ জন নিহত হয়েছে। মঙ্গলবার কারাগারের বাইরে থেকে একটি সশস্ত্র গ্রুপ দেয়াল ভেঙ্গে ফেলার চেষ্টা করলে এ ঘটনা ঘটে। দেশটির কর্মকর্তারা এ কথা জানান। খবর এএফপির। পাড়া রাজ্যের নিরাপত্তা সূত্র জানায়, ব্রাজিলের পাড়া রাজ্যের বেলেম নগরীর এ্যামাজন রেনফরেস্টের কাছে সান্তা ইসাবেল পোনিটেনশিয়ারি কমপ্লেক্স ভেঙ্গে বন্দীদের মুক্ত করার চেষ্টা চালানো হয়। এ সময় জেলের ভেতরের বন্দী ও বাইরের সশস্ত্র দুষ্কৃতকারীরা সামরিক কায়দায় হামলা চালায়। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলাকারীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালালে উভয়পক্ষের মধ্যে ব্যাপক বন্দুকযুদ্ধ হয়। এ ঘটনায় ১৯ বন্দী ও বহিরাগত হামলাকারী নিহত হয়। এছাড়া ওই সংঘর্ষে একজন নিরাপত্তা রক্ষী নিহত ও অপর ছয় জন আহত হয়েছে।
×