ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন ফরাসী প্রেসিডেন্ট

প্রকাশিত: ০৬:০৮, ১২ এপ্রিল ২০১৮

অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন ফরাসী প্রেসিডেন্ট

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বুধবার জানিয়েছেন, ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মে মাসের ১ থেকে ৩ তারিখ পর্যন্ত অস্ট্রেলিয়া সফর করবেন। টার্নবুল বলেন, ম্যাক্রোঁর সঙ্গে ৫০ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার ব্যয়ে ফিউচার সাবমেরিন প্রোগ্রাম কর্মসূচীর ব্যাপারে আলোচনা করবেন। এটি অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর ইতিহাসে অন্যতম বৃহৎ চুক্তি। এছাড়াও দুই নেতা অস্ট্রেলিয়া-ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)’র ওপর আলোচনা শুরুর পরবর্তী পদক্ষেপ নিয়েও আলোচনা করবেন। -সিনহুয়া দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী আহন হি-জুংয়ের বিরুদ্ধে তার সহযোগীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। খবর এএফপির। সিউলের প্রসিকিউটর অফিসের এক মুখপাত্র বলেছেন, আহন হি-জুংয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ধর্ষণ ও যৌন নিপীড়নের জন্য আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে। প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের মেয়াদ শেষে অনুষ্ঠিত নির্বাচনে হি-জুংকে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে ব্যাপকভাবে মনে করা হচ্ছিল। মুখপাত্র বলেন, আহনের প্রথম শুনানি আগামী মাসে হবে বলে প্রত্যাশা রয়েছে। আহনের সহযোগী এক টেলিভিশন সাক্ষাতকারে বলেছেন, গত জুনে নিয়োগের পর তাকে চারবার ধর্ষণ করেছেন আহন। তার এ অভিযোগের পরেই ঘটনার তদন্ত শুরু করেন প্রসিকিউটররা। কিম জি-ইউন নাগরিক বিষয়ক সহযোগীর দায়িত্ব পাওয়ার আগে আহনের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কিম জি-ইউন অশ্রু সংবরণ করে গত মাসে বলেন, অফিসে তার বসকে ওই সময় প্রত্যাখ্যানে ব্যর্থ হয়েছে।
×