ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপে অংশ নেব ॥ যুবরাজ মোহাম্মদ

প্রকাশিত: ০৬:০৭, ১২ এপ্রিল ২০১৮

সিরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপে অংশ নেব ॥ যুবরাজ মোহাম্মদ

দুমায় রাসায়নিক হামলার প্রতিক্রিয়ায় সিরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়া হলে তাতে সৌদি আরব যোগ দিতে পারে বলে জানিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার প্যারিসে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিন দিনের এক সফরে তিনি এখন প্যারিসে রয়েছেন। খবর ওয়েবসাইটের। সিরিয়ার রাজধানী দামেস্কসংলগ্ন পূর্ব গৌতা অঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুমা শহরে শনিবার রাসায়নিক হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করে বিদ্রোহী গোষ্ঠী জইশ আল ইসলাম। হামলায় অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে ওই এলাকায় চিকিৎসা ত্রাণের সঙ্গে জড়িত গোষ্ঠীগুলো। আদৌ এ ধরনের কোন হামলা হয়েছে কি-না, হয়ে থাকলে কারা চালিয়েছে, এসব বিষয় নিশ্চিত না হলেও এ হামলার প্রতিক্রিয়ায় জোরালো পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ায় ‘সামরিকভাবে বেছে নেয়ার মতো অনেক বিকল্প’ যুক্তরাষ্ট্রের আছে, তার এমন মন্তব্যের পর সিরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নেতৃত্বে পশ্চিমা শক্তিগুলো শীঘ্রই সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছে এমন ধারণা তৈরি হয়েছে। এ প্রসঙ্গে যুবরাজ মোহাম্মদ বলেছেন, ‘আমাদের জোটের অংশীদাররা যদি প্রয়োজনীয় মনে করে, আমরা উপস্থিত থাকব।’ সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের হামলার জন্য দায়ীদের জবাবদিহিতার মুখোমুখি করার জন্য কীভাবে প্রতিক্রিয়া জানানো হবে তা নিয়ে অনেকগুলো দেশই পরামর্শ করছে বলে এর আগে জানিয়েছিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর।
×