ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিযানের দায় বহন করতে হবে

প্রকাশিত: ০৬:০৭, ১২ এপ্রিল ২০১৮

যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিযানের দায় বহন করতে হবে

সিরিয়ার দুমায় রাসায়নিক হামলার প্রতিক্রিয়ায় দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক হামলা নিয়ে এক বৈঠকে রাশিয়ার পক্ষ থেকে ওই সতর্ক বার্তা আসে। খবর বিবিসির। জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নিবেনজিয়া বলেন, আমি আবারও সনির্বন্ধ অনুরোধ করছি আপনারা যে পরিকল্পনা আটছেন তা থেকে বিরত থাকুন। যুক্তরাষ্ট্র কোন অবৈধ অভিযান চালালে ওয়াশিংটনকে তার দায় বহন করতে হবে বলেও সতর্ক করে দেন তিনি। নিরাপত্তা পরিষদের বৈঠকে রাসায়নিক হামলা নিয়ে নতুন করে তদন্ত শুরুর এক প্রস্তাব রাশিয়ার ভেটোর মুখে বাতিল হয়ে যায়। যুক্তরাষ্ট্রের তৈরি করা প্রস্তাবটিতে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ভেটো দিলেও অপর স্থায়ী সদস্য চীন ভোটদানে বিরত থাকে। যুক্তরাষ্ট্রে প্রস্তাবের বিপরীতে বৈঠকে রাশিয়ার তোলা একটি প্রস্তাবও প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় বাতিল হয়ে যায়। এদিকে পশ্চিমা নেতারা জানিয়েছেন, সিরিয়ার দুমায় হামলার জন্য দায়ীদের লক্ষ্য করে যেকোন পরিস্থিতিতে তারা একযোগে কাজ করার বিষয়ে একমত হয়েছেন। ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, কোন হামলা চালানো হলে তা সিরীয় সরকারের রাসায়নিক স্থাপনাগুলোর ওপর চালানো হবে। পূর্ব গৌতায় বিদ্রোহী নিয়ন্ত্রিত দুমায় সন্দেহভাজন রাসায়নিক হামলাটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার চালিয়েছে বলে যে অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে তার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়েছিল। যার দিকে অভিযোগের তীর সেই সিরিয়া সরকার কোন রাসায়নিক হামলা চালানোর কথা অস্বীকার করেছে। নিষিদ্ধ ঘোষিত অস্ত্র দুমায় ব্যবহৃত হয়েছে কিনা তা নিশ্চিত করতে খুব অল্প সময়ের মধ্যেই অরগানাইজেশন ফর দ্য প্রহিবেশন অব কেমিক্যাল উইপনের (ওপিসিডব্লিউ) একটি দল ইতোমধ্যে সেখানে মোতায়েন করা হয়েছে। তবে কারা এরজন্য দায়ী তা নির্ধারণ করবে না তারা। নিরাপত্তা পরিষদের বৈঠকে সিরিয়ার পশ্চিমা শক্তিগুলোর সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কঠোর কথা চালাচালি হয়েছে। প্রস্তাবকে ভিত্তি করে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপকে বৈধতা দেয়ার অজুহাত খুঁজছে বলে অভিযোগ করেছেন রুশ রাষ্ট্রদূত নিবেনজিয়া। সিরিয়ায় সামরিক হামলা হলে সবাই খুব দুঃখজনক ও গুরুতর ঘটনার মুখোমুখি হবে বলেও সতর্ক করেন তিনি। অপরদিকে নিরপত্তা পরিষদের ভোটকে হাস্যকর করে রাশিয়া নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতাকে ছাইভস্মে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন মার্কিন দূত নিকি হ্যালি।
×