ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মানুষের মন নিয়ে খেলা

প্রকাশিত: ০৬:০৫, ১২ এপ্রিল ২০১৮

মানুষের মন নিয়ে খেলা

সেদিন ফেসবুকে কোন এক অদ্ভুত মানুষের ছোট্ট একটা স্ট্যাটাস আমার চোখে পড়ল। লেখাটা দেখে আমি পড়লাম, হ্যাঁ বারবার পড়লাম, লেখাটা আমি যতবার পড়লাম প্রতিবারই আগেরবারের থেকে বেশি অবাক হতে থাকলাম আর অবাক না হওয়ার কোন কারণ সেখানে তখন ছিল না। সেই স্ট্যাটাসটিতে লেখা ছিল- ‘অনেকদিন কারো মন নিয়ে খেলি না, আবার শুরু করব’। কি অদ্ভুত আর ভয়ঙ্কর কথা ছিল সেই মানুষটার স্ট্যাটাসটিতে তা আমি যতবার ভেবেছি ততই অবাক হয়েছি। সে নাকি অনেকদিন কারো মন নিয়ে খেলে না? মানে কি? সে তাহলে আগে অনেক মানুষের মন নিয়ে খেলেছে বা তাদের মন ভেঙ্গেছে! লেখাটা পড়ে আমার ভয় আরও বেড়ে গেল কারণ সে আবার মানুষের মন নিয়ে খেলা শুরু করবে মানে আরও অনেক মানুষের মন সে ভাঙবে? তার লেখাটা পড়ে তার প্রতি আমার রাগ বা ঘৃণা কোনটাই তখন হয়নি। হ্যাঁ অনেকে হয়ত ভাবছেন কেন তার প্রতি আমার রাগ বা ঘৃণা হয়নি। কিছুই না হওয়ার পেছনে অবশ্য একটা কারণ আছে। সৃষ্টির এক অসাধারণ সৃষ্টি মানুষের মন, প্রতিটি মানুষেরই আর কিছু থাকুক আর না থাকুক সুন্দর একটা মন সবার থাকে। নানা কারণে সেখানে এসে কলুষতা বাসা বাঁধতে পারে। স্ট্যাটাস দেয়া সেই মানুষটারও একটা সুন্দর মন ছিল বা আছে। কিন্তু হয়ত দেখা যাবে যে তার সেই অসাধারণ মনটা নিয়ে ঠিক তারই মতো কোন না কোন মানুষ খেলেছে, আর ঠকিয়েছে তাকে আর ভেঙ্গেছে তার অসাধারণ মনটাকে। আর তাই এখন সে অন্য মানুষের মন ভেঙ্গে প্রতিশোধ নিতে চাইছে। আমি আমার জীবনে অনেককে দেখেছি যে ব্যাপারগুলা এ রকম হয় যে তাকে কেউ ঠকিয়েছে তাই সে এখন অন্যকে ঠকায়। সে যেমন কষ্ট পেয়েছিল এখন ঠিক তেমনিভাবে অন্যকে কষ্ট দেয়। অন্যকে কষ্ট দিতে নাকি এখন এই মানুষগুলোর একদম কষ্ট বা খারাপ লাগে না। কারণ কষ্ট বা খারাপ লাগতে একটা মনের দরকার হয়। আর তাদের সেই মন নাকি তাদের কাছে এখন আর নাই সেটা নাকি তাদের থেকে হারিয়ে গেছে, বা পালিয়েছে। আসলে ব্যাপারটা এ রকম না বা কোনদিন কোনভাবে এ রকম হতে পারে না যে, সব মানুষ একরকম হবে। কেউ একজন আপনাকে কষ্ট দিয়ে আপনার মন ভেঙেছে তাই সব মানুষ একরকম হবে বা সবাই আপনার মন নিয়ে খেলবে তা কিন্তু নয়। সব মানুষ এক নয়, তাই সবাইকে এক ভাববেন না। কারও মন নিয়ে খেলতে যাবেন না বা সেটা নিয়ে খেলবেন না। কারণ আজ আপনি যার মন ভাঙবেন কাল সে অন্য কারও সঙ্গে এ রকম করবে আবার সে অন্য কারও সঙ্গে... এভাবে চলতে থাকবে। আর কারও মন ভাঙ্গার যন্ত্রণা কতটা ভয়ঙ্কর তা তো আপনি ভাল করেই জানেন। তাই দয়া করে মন নিয়ে খেলা বন্ধ করুন। সবথেকে ভাল হয় একটা সম্পর্ক গড়ার আগে দুজন দুজনকে জানুন। খুব ভালভাবে বুঝুন, তারপর সম্পর্ক গড়ুন। দেখবেন তাহলে ঠিক আপনাদের সম্পর্কটা খুব সুন্দর হবে আর তা একদিন পুর্ণতা পাবে। নরসিংদী, রায়পুরা থেকে
×