ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রীকে তুরস্কের ধন্যবাদ

প্রকাশিত: ০৬:০০, ১২ এপ্রিল ২০১৮

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রীকে তুরস্কের ধন্যবাদ

মিয়ানমারের বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশে আশ্রয়দানে সাহসী ভূমিকা রাখার জন্য তুরস্ক সরকারের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির পরিবেশ ও নগরায়ন বিষয়ক উপমন্ত্রী মেহমেত সিলান। খবর বাসস’র। বাংলাদেশের নিম্ন আয়ের জনগোষ্ঠীর আবাসন উন্নয়নে কাজ করতে তুরস্ক সরকারের আগ্রহের কথাও জানান মেহমেত সিলান। গত সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় সফরত বাংলাদেশের ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠককালে দেশটির পরিবেশ ও নগরায়ন বিষয়ক ডেপুটি মিনিস্টার এসব কথা বলেন।
×