ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রাম্পকে নিয়ে রানীর রসিকতা

প্রকাশিত: ০৫:৫৯, ১২ এপ্রিল ২০১৮

ট্রাম্পকে নিয়ে রানীর রসিকতা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে রসিকতা করলেন ব্রিটেনের রানী এলিজাবেথ। সম্প্রতি ব্রিটেনের আইটিভির একটি প্রামাণ্যচিত্রের জন্য বাকিংহাম প্রাসাদে সাক্ষাতকার দিচ্ছিলেন রানী। এ সময় তার সঙ্গে ছিলেন প্রকৃতিবিজ্ঞানী ডেভিড এ্যাটেনবার্গ। সাক্ষাতকার চলাকালে প্রাসাদের ওপর দিয়ে যাওয়া একটি হেলিকপ্টার পুরো পরিবেশের নিস্তব্ধতা ভেঙ্গে খান খান করে দেয়। এ সময় রসিকতা করে রানী বলেন, ‘আপনি যখন কথা বলতে চান তখন কেন ওরা মাথার উপর চক্কর দেয়? এর শব্দ প্রেসিডেন্ট ট্রাম্প অথবা প্রেসিডেন্ট ওবামার মতো।’ আগামী ১৬ এপ্রিল কমনওয়েলথ পরিবেশ প্রকল্প উদযাপন উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রচার করা হবে। এতে রানী জলবায়ু পরিবর্তন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার অবসরসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। রানী এলিজাবেথ তার গভীর রসবোধের জন্য প্রশংসিত। তবে জনসম্মুখে তা খুব একটা দেখা যায় না। ২০১৬ সালে বারাক ওবামা ও মিশেল ওবামা শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে একটি ক্রীড়া প্রতিযোগিতায় প্রিন্স হ্যারিকে চ্যালেঞ্জ করার একটি ভিডিও পোস্ট করেন। এতে দেখা যায়, কথা বলার সময় হ্যারির হাত থেকে মাইক্রোফোন পড়ে যায়। ভিডিওটি দেখার পর রানী হ্যারির দিকে তাকিয়ে বলেছিলেন, ‘বুম, সত্যি? দোহাই।’-সিএনএন
×