ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সবচেয়ে বেশি দেখা ভিডিও হ্যাকড

প্রকাশিত: ০৫:৫৯, ১২ এপ্রিল ২০১৮

সবচেয়ে বেশি দেখা ভিডিও হ্যাকড

ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় মিউজিক ভিডিও ‘ডেসপাসিতো’। ভিডিওটি ৫০০ কোটিরও বেশি বার দেখা হয়েছে। সম্প্রতি এই ভিডিওটি হ্যাক করা হয়েছে। ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশি বার দেখা এই ভিডিও হ্যাকাররা ইউটিউব থেকে মুছে দিয়েছে। এছাড়াও শাকিরা, সেলেনা গোমেজ, টেইলর সুইফট, ড্রেকসহ অন্তত ১২ জন সঙ্গীতশিল্পীর মিউজিক ভিডিও ক্ষতিগ্রস্ত করেছে হ্যাকাররা। ১০ এপ্রিল, ইউটিউবের জনপ্রিয় মিউজিক চ্যানেল ‘ভিভো’ হ্যাক করে এই ঘটনা ঘটিয়েছে হ্যাকাররা। ডেসপাসিতো মিউজিক ভিডিওটি মুছে দিয়ে, ভিডিওটির কাভার ছবিতে মুখোশ পরিহিত কয়েকজনের বন্দুকের ছবি প্রদর্শন করা হয়েছে। হ্যাকাররা নিজেদের প্রোসক্স এবং কুরই’শ নামে পরিচয় দিয়ে ভিডিওর নিচে ফিলিস্তিনের স্বাধীনতা দাবি করেছে। ভিভো চ্যানেলের বেশিরভাগ ভিডিও ঠিক থাকলেও, অনেক ভিডিওর শিরোনাম পরিবর্তন করে দিয়েছে হ্যাকাররা। কিছু ভিডিওর কভার ছবিও পরিবর্তন করা হয়েছে। টুইটারে হ্যাকার গ্রুপের একজন লিখেছেন, ‘কেবল মজা করে এটা করেছি। এটা দিয়ে আমাকে বিচার করবেন না। আমি ইউটিউব ভালবাসি।’ –বিবিসি
×