ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএনপি নির্বাচনে অংশ না নিলে দলটির অস্তিত্ব বিলীন হবে ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৫৮, ১২ এপ্রিল ২০১৮

বিএনপি নির্বাচনে অংশ না নিলে দলটির অস্তিত্ব বিলীন হবে ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নির্বাচন নিয়ে কোন ফর্মুলা না দিয়ে বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি এও বলেছেন নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেছেন কোন দল যদি এ নির্বাচনে অংশগ্রহণ না করে, তবে সে দলের রাজনৈতিক অস্তিত্ব চিরকালের জন্য বিলীন হয়ে যাবে। বাংলার জনগণ তাদের ঘৃণাভরে প্রত্যাখান করবে বলেও তিনি মন্তব্য করেছেন। তিনি বুধবার তার নির্বাচনী এলাকা কাজীপুরে বিভিন্ন স্থানে গণসংযোগ ও নির্মাণাধীন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করে সাংবাদিকদের একথা বলেছেন। তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের বিভিন্নমুখী উন্নয়ন কর্মকা-ের চিত্র তুলে ধরে বলেন, জনগণ শান্তি চায়, উন্নয়ন চায়। জ্বালাও পোড়াও রাজনীতির কোন কর্মকা- হতে পারে না। উন্নয়ন এবং জনগণের ভালবাসা নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকার বিজয় হবে বলে তিনি উল্লেখ করে বলেছেন নির্বাচন নিয়ে কোন দলের বা গোষ্ঠীর ফর্মুলা দিয়ে লাভ হবে না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। এর কোন বিকল্প নেই। তিনি দুপুরে বাসা থেকে বেরিয়ে প্রথমেই যান দলীয় কার্যালয়ে। এর পর মেঘাই বাজার, সোনামুখী বাজার এবং একডালা মহিষামুড়া গোলচত্বরে গণসংযোগ করেন। তিনি সোনামুখী শহীদ শেখ রাসেল মিনি স্টেডিয়মের নির্মাণ কাজ ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন মেডিক্যাল এ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল এবং এফডব্লিউভিটিআই প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ, নির্বাহী প্রকৌশলী জাকির হোসাইন, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, পৌরসভার সাবেক মেয়র জিএম তালুকদার মধু বর্তমান মেয়র হাজী নিজাম উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উন্নয়ন ও শান্তির জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন বিকল্প নেই মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেছেন দেশের সার্বিক কল্যাণ, শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় এ দেশের জনগণ আবারও শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কায় ভোট দেবে ইনশাআল্লাহ।
×