ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৌদি যুবরাজের বিরুদ্ধে ফ্রান্সে ইয়েমেনীদের মামলা

প্রকাশিত: ০৮:৩৪, ১১ এপ্রিল ২০১৮

সৌদি যুবরাজের বিরুদ্ধে ফ্রান্সে ইয়েমেনীদের মামলা

জনকণ্ঠ ডেস্ক ॥ ইয়েমেনের একটি মানবাধিকার সংস্থা সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে ফ্রান্সের একটি আদালতে মামলা দায়ের করেছে। যুবরাজ ফ্রান্সে তার রাষ্ট্রীয় সফরের শেষ পর্যায়ে রয়েছেন। মঙ্গলবার দায়ের করা ওই মামলার বক্তব্য ব্যাখ্যা করে মামলার পক্ষে নিয়োজিত আইনজীবীরা জানিয়েছেন, যুবরাজ সালমানের বিরুদ্ধে তারা ইয়েমেনে চলা নির্যাতন ও অমানবিক আচরণে সহযোগিতা করার অভিযোগ করেছেন। খবর ওয়েবসাইটের। সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি আরবের যুবরাজের বিরুদ্ধে মামলা করা হাস্যকর। কারণ ইয়েমেনের পরিস্থিতির জন্য হুতিরাই দায়ী। লিগাল সেন্টার ফর রাইটস এ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক তাহা হুসেন মুহামেদের পক্ষ থেকে দায়ের করা ওই মামলায় বলা হয়েছে, ইয়েমেনের সাধারণ মানুষ হতাহত হয়েছে যেসব হামলায় সেসব হামলার দায় যুবরাজ সালমান এড়িয়ে যেতে পারেন না। কারণ সৌদি যুবরাজ একই সঙ্গে সৌদি আরবের দেশটির প্রতিরক্ষামন্ত্রীও। সংস্থাটি ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানাতে অবস্থিত। সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, তারা ইয়েমেনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ ও নথিবদ্ধ করে। তাদের নিয়োগ করা আইনজীবী জোসেফ ব্রেহাম ও হাকিম চেরগুই বলেছেন, ‘যুবরাজ সালমানই ২০১৫ সালের ২৫ মার্চ ইয়েমেনে প্রথম বোমা বর্ষণের আদেশ দিয়েছিলেন। ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের নির্বিচার বোমা হামলায় যেহেতু সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেহেতু তাকে নির্যাতন চালানোর দায়ে অভিযুক্ত করা যেতে পারে।’ মামলার আর্জির সঙ্গে হিউম্যান রাইটস ওয়াচ, এ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল এবং অক্সফামের মতো সংস্থার প্রতিবেদন যুক্ত করা হয়েছে।
×