ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উন্নয়নশীল দেশের স্বীকৃতিসহ কয়েকটি অর্জন সংসদে তুলে ধরলেন পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ০৮:০০, ১১ এপ্রিল ২০১৮

উন্নয়নশীল দেশের স্বীকৃতিসহ কয়েকটি অর্জন সংসদে তুলে ধরলেন পরিকল্পনামন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল উন্নয়নশীল দেশের স্বীকৃতিসহ সম্প্রতি অর্থনৈতিকভাবে দেশের বেশ কয়েকটি অসাধারণ অর্জনের কথা জাতীয় সংসদে তুলে ধরে বলেছেন, এই অর্জন বিশ্বের কাছে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি লাভের এই ঘোষণাটি আসার পর পরই আমাদের সামনে এসেছে আরেকটি সুখবর। চলতি অর্থ বছরের অর্থনীতির প্রবৃদ্ধি ৭ দশমিক ৬৫ শতাংশ । এটিও একটি অসাধারণ অর্জন। জিডিপিতে পর পর তিন বছর ৭ শতাংশের ওপরে প্রবৃদ্ধি অর্জন করার সক্ষমতা দেখিয়েছে বাংলাদেশ। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার জাতীয় সংসদ অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৩০০ ধারায় প্রদত্ত এক বিবৃতিতে মন্ত্রী আরও বলেন, আমরা ২০১৮ সালে ভেনিজুয়েলাকে পেছেনে ফেলে ৪৩-৪২ নম্বরে অবস্থান করছি। আমাদের হাতে আছে আরও ২২টি বছর। প্রয়োজন এখন উন্নয়নের সেই সিঁড়ি বেয়ে বেয়ে আরও ২২ ধাপ ওপরে উঠা। উদ্দেশ্য একটাই জাতির পিতার সোনার বাংলা বিনির্মাণ। একটি সুখ সমৃদ্ধিশালী মর্যাদাশীল দেশ। আর ২২টি সিঁড়ি ভাঙতে আমরা পারবই। পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের দেশের অর্থনীতি এলাকায় কিছু অসাধারণ অর্জন হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার হিরন্ময় নেতৃত্বে অর্জিত এই সকল গৌরবময় সাফল্যগাঁথা দেশবাসীকে জানান গেলে তারা উজ্জীবিত হবে। তারা আগামীতে আরও বড় বড় অর্জনের প্রস্তুতি গ্রহণ করবেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অর্জনের জন্য দেশের সকল শ্রেণী-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন। উন্নয়নশীল দেশের তালিকায় আর যেসব দেশ আছে তাদের নাম উল্লেখ করলে আমার বিশ্বাস এই অর্জন আমাদের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। অর্থনৈতিক উন্নয়নের এ পর্যায়ে আমাদের সঙ্গে একই কাতারে আছে চীন, ভারত, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিনসহ আরও অনেকেই। যারা আমাদের মতেই উন্নয়নশীল। আমি মনে করি এই অর্জনটি আমাদের জন্য মধ্যম আয়ের দেশের স্বরূপ। যার স্বপ্ন প্রধানমন্ত্রী আমাদের দেখিয়েছিলেন। তা ২০২১ সালের অনেক আগেই আমরা পূরণ করেছি। এবার আমাদের টার্গেট ২০৪১ সাল, যেদিন আমরা উন্নত দেশে পরিণত হব। যে স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার জাতিকে দেখিয়ে চলছেন।
×