ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাটোরে আল সান হাসপাতাল বন্ধের দাবি

প্রকাশিত: ০৭:২০, ১১ এপ্রিল ২০১৮

নাটোরে আল সান হাসপাতাল বন্ধের দাবি

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১০ এপ্রিল ॥ নাটোরের বেসরকারী আল সান হাসপাতাল বন্ধ এবং পরিচালকের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে শহরের বড় হরিশপুর এলাকাবাসীর আয়োজনে আল সান হাসপাতালের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালনকালে ঝাড়ু প্রদর্শন করেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য দেন, বড়হরিশপুর বাজার দোকান মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক আল আমিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমসহ অন্যরা। বক্তারা বলেন, আল সান হাসপাতালের মালিক ও পরিচালক শফিউল আলম বাবলু ক্লিনিকের আড়ালে জোরপূর্বক নার্সদের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে ধর্ষণ করে। তার এ অনৈতিক কাজের প্রতিবাদ জানিয়ে হাসপাতাল বন্ধ এবং পরিচালক বাবলুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। নিজ হাসপাতালের নার্সকে ধর্ষণের দায়ে গত ৭ এপ্রিল আল সান হাসপাতালের পরিচালক ও মালিক শফিউল আলম বাবলুকে গ্রেফতার করে পুলিশ। পরে দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করে ভুক্তভোগী নার্স। বর্তমানে জেলহাজতে রয়েছে বাবলু। দুই অপহরণকারী আটক স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ নগরীর ক্বীন ব্রিজ এলাকা থেকে ভাত খাওয়ানোর লোভ দেখিয়ে ১০ বছরের এক শিশুকে অপহরণকালে ২ অপহরণকারীকে আটক করা হয়েছে। আটককৃত ২জন হচ্ছে দক্ষিণসুরমা থানার লালাবাজার টেংরা গ্রামের জালাল উদ্দিনের পুত্র মাসুম আহমদ (২২) এবং বরগুনা জেলার বাবনা থানার দুসগালা গ্রামের মোস্তফা জুমাদারের পুত্র ফেরদৌস (২০)। অপহরণকারীরা ভাত খাওয়ানোর লোভ দেখিয়ে তাকে গাড়িতে উঠতে বলে। গাড়িতে উঠার সঙ্গে সঙ্গে তার হাত পা বেঁধে ফেলার চেষ্টা করে অপহরণকারীরা। এ সময় শিশুটি চিৎকার করলে তার মুখ চেপে ধরে। শিশুটির চিৎকার শুনে নগরীর হুমায়ুন রশীদ চত্বর থেকে জনতা শিশুটিকে উদ্ধার করে।
×