ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপি আগামী নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৭:২০, ১১ এপ্রিল ২০১৮

বিএনপি আগামী নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ॥ নৌমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১০ এপ্রিল ॥ নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, বিএনপি মুখে এক কথা বললেও ভেতরে ভেতরে তারা আগামী একাদশ জাতীয় সংসদ বর্তমান সরকারের অধীনেই নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে- এতে কোন সন্দেহ নেই। মঙ্গলবার সকালে তিনি আশুলিয়া থানাধীন ধউর এলাকায় প্রভাবশালীদের দখলে থাকা এক একর তুরাগ নদী উদ্ধার করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচনে যাবে। বিএনপি যদি ১০ম জাতীয় সংসদ নির্বাচনের মতো একাদশ জাতীয় নির্বাচন বর্জন করে, তাহলে এদেশে তাদের আর কোন ঠাঁই হবে না। তিনি বলেন, যারা নদী দখল করে, তারা দেশ ও জাতির শত্রু। নদী দখলকারীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। প্রভাবশালীদের দখলে থাকা সকল নদী পর্যায়ক্রমে উদ্ধার করা হবে। নদীর পরিবেশ ফিরিয়ে আনা হবে এবং নদীর পাশে পরিবেশ ঠিক রাখতে পার্কও নির্মাণ করা হবে। এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র পরিচালক (বন্দর) শফিকুল হক, ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন, উপ-পরিচালক মিজানুর রহমান, সহকারী পরিচালক আসাদুজ্জামান, নুর হোসেন প্রমুখ। গাজীপুর প্রেসক্লাবের নির্বাচনে খায়রুল সভাপতি, রাহিম সম্পাদক স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের ২০১৮-১৯ নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে খায়রুল ইসলাম সভাপতি ও রাহিম সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাহফুজুল হক, সহ-সভাপতি আলমগীর হোসেন, যুগ্মসম্পাদক মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক জান-এ-আলম, কোষাধ্যক্ষ হাজীনুর রহমান শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, দফতর সম্পাদক সিরাজ উদ্দিন, ক্রীড়া সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক পদে সারওয়ার হোসেন এবং নির্বাহী সদস্য পদে মুজিবুর রহমান, অধ্যাপক এনামুল হক, শাহ সামসুল হক রিপন, আবুল হোসেন, শরীফ আহমেদ শামীম, আমিনুল ইসলাম ও মোঃ হুসাইন ইমাম। তাদের মধ্যে সহ-সভাপতি আলমগীর হোসেন এবং ক্রীড়া সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক পদে সারওয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
×