ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাগেশ্বরীতে শিক্ষককে মারপিটের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৭:১৪, ১১ এপ্রিল ২০১৮

নাগেশ্বরীতে শিক্ষককে মারপিটের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ নাগেশ^রী উপজেলায় সন্তোষপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে মারপিটের প্রতিবাদ এবং আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষকরা। মঙ্গলবার দুপুরে নাগেশ্বরী বাসস্ট্যান্ডে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি উপজেলা শাখা। মানববন্ধনে উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজের শিক্ষকসহ সকল স্তরের মানুষ অংশ নেয়। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোস্তফা জামান, বণিক সমিতির সভাপতি নুরন্নবী দুলাল, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শাহ আলম সরকার, সাধারণ সম্পাদক কে এম আনিছুর রহমান আনিছ প্রমুখ। বগুড়ায় ১৯ ককটেল উদ্ধার স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় শহরের জহুরুল নগর এলাকা থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন পরিত্যক্ত অবস্থায় ১৯টি ককটেল উদ্ধার করেছে। সোমবার রাতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি টিম ওই অভিযান চালায়। আর্মড পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে একটি ভোর রাতে জহুরুলনগরের ঠেলাপাড়া এলাকার বেলাল হোসেনের মালিকাধীন অনিক ছাত্রাবাসে অভিযান চালায়। এ সময় ওই ছাত্রাবাস ভবনের ৫ম তলায় সিঁড়িঘর সংলগ্ন একটি তালাবদ্ধ কক্ষে ককটেলগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এর মধ্যে ৪টি বড় আকারের ককটেল রয়েছে।
×