ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নড়াইলে রোহিঙ্গা দুই বোন দালালসহ আটক

প্রকাশিত: ০৭:১৩, ১১ এপ্রিল ২০১৮

নড়াইলে রোহিঙ্গা দুই বোন দালালসহ আটক

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১০ এপ্রিল ॥ নড়াইল পাসপোর্ট অফিস থেকে দালালসহ দুই রোহিঙ্গা বোনকে আটক করেছে পুলিশ। এরা হলেন-নুর ফাতেমা (২১) ও জয়নাব বিবি (২৫)। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে দুই বোনকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।এর আগে সোমবার দুপুরে নড়াইলের আলাদাতপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে দুই বোনকে আটক করা হয়। তারা কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। ৫০ হাজার টাকার বিনিময়ে দালালচক্রের কামাল হোসেন (২৫) তাদের পাসপোর্ট করিয়ে দেয়ার কথা বলে নড়াইলে নিয়ে আসেন। এ সময় কামালকে আটক করা হয়। কামাল বান্দরবান জেলার আদর্শ গ্রামের সৈয়দ নবীর ছেলে। মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত চার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের চরাঞ্চলে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই মাসের অন্তঃসত্ত্বাসহ চার জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের জাজিরা সৈয়দপুরে এ ঘটনা ঘটে। এতে দুই মাসের অন্তঃসত্ত্বা পলি বেগম, মালয়েশিয়া প্রবাসী হাসান দেওয়ান, হৃদয় সর্দারসহ ৪ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত মালয়েশিয়া প্রবাসী হাসান দেওয়ান জানান, একই গ্রামের মঞ্জিল শেখের ছেলে কামরুল শেখ ও আজিজল শেখের ছেলে জাকির শেখ পূর্বশত্রুতার জের ধরে তার স্ত্রী পলি বেগমের সঙ্গে গ্রামের পাশের জমিতে কথা কাটাকাটি করে।
×