ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে চউক সেনাবাহিনী সমঝোতা

প্রকাশিত: ০৭:১০, ১১ এপ্রিল ২০১৮

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে চউক সেনাবাহিনী সমঝোতা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে ৫ হাজার ৬১৬ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন কাজ শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে গত সোমবার নগরীর রেডিসন ব্লু হোটেলে চউক (চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ) ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সেখানে এই মহাপ্রকল্প সুন্দরভাবে বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতার আশ্বাসে একমত হয়েছে দুই সংস্থা চউক ও চসিক (চট্টগ্রাম সিটি কর্পোরেশন)। উপস্থিত ছিলেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন ও চউক চেয়ারম্যান আবদুচ ছালাম। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের গৃহীত এই প্রকল্প বাস্তবায়নে স্থানীয় সরকার, গণপূর্ত ও পানি সম্পদ মন্ত্রণালয় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে সমন্বয় সাধনের নির্দেশনা রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। এই প্রকল্প কোন্্ সংস্থা বাস্তবায়ন করবে তা নিয়ে টানা হেঁচড়া ছিল চসিক ও চউকের মধ্যে। শেষ পর্যন্ত অনুমোদিত হয় চউকের দাখিল করা প্রকল্প। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ‘খাল পুনঃখনন, সম্প্রসারণ সংস্কার ও উন্নয়ন’ নামের এই প্রকল্পটি ৫ হাজার ৬১৬ কোটি টাকার, যা একনেকে অনুমোদিত হয়। প্রকল্পের আওতায় আরও রয়েছে খালের মাটি খনন, কাদা অপসারণ, নালা সংস্কার এবং নির্মাণসহ বৈদ্যুতিক বাতি স্থাপনের কাজ। জলাবদ্ধতা নিরসনে পৃথকভাবে প্রকল্প দাখিল করেছিল চসিক ও চউক। এর মধ্যে চউকের দেয়া প্রকল্প অনুমোদিত হওয়ায় সিটি কর্পোরেশনের রুটিন কার্যক্রমে ভাটা পরিলক্ষিত হয়। কর্পোরেশন এ দখল হওয়া খাল উদ্ধারে এবং উচ্ছেদে অভিযান শুরু করেছিল। দুই সংস্থার শীর্ষ কর্তা ব্যক্তির মধ্যে সম্পর্ক শীতলতায় গড়ায়। কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সংস্থা দুটি সমঝোতায় উপনীত হয়। সোমবার এ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন সেনাবাহিনীর পক্ষে ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড এর লে. কর্নেল শাহরিয়ার আহমেদ আমিন এবং সিডিএ’র পক্ষে প্রকৌশলী হাসান বিন সামস। মেয়র এবং চউক চেয়ারম্যান ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। চসিক মেয়র আ জ ম নাছির বলেন, জলাবদ্ধতা চট্টগ্রাম নগরীর অনেক বড় একটি সমস্যা। প্রকল্পটি বাস্তবায়নে আন্তরিকভাবে সহযোগিতা করব। চসিকের কাছে যে ধরনের সহযোগিতা চাওয়া হবে তার সবই দেয়া হবে। চউক চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, পদ্মা সেতুর পর বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন। এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে কিনা তা নিয়ে নগরবাসী আতঙ্কেই ছিল। কিন্তু সমঝোতা স্বাক্ষরের মধ্যে দিয়ে আতঙ্ক দূর হচ্ছে। এরপর শুরু হবে বাস্তবায়ন কাজ। তিনি জানান, ২০১৬ সালে ওয়াসার তৈরি করা ড্রেনেজ মাস্টারপ্ল্যানের সঙ্গে সামঞ্জস্য রেখে এ প্রকল্প হাতে নেয়া হয়েছে।
×