ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে ট্রলির ধাক্কায় শিশু নিহত ॥ মা আহত

প্রকাশিত: ০৭:০৮, ১১ এপ্রিল ২০১৮

শরীয়তপুরে ট্রলির ধাক্কায় শিশু নিহত ॥ মা আহত

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১০ এপ্রিল ॥ মঙ্গলবার বিকেলে ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যার বেপারীকান্দি গ্রামে বালু বোঝাই ট্রলির ধাক্কায় তিন বছরের শিশু মুক্তা আক্তার নিহত ও তার মা সেলিনা বেগম গুরুতর আহত হয়েছে। আহত সেলিনা বেগমকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, একই উপজেলার চর নারায়ণপুর গ্রামের মাহমুদ আলী মিজির স্ত্রী সেলিনা বেগম তার শিশু কন্যাকে নিয়ে বাড়ি থেকে রিক্সায় করে ডামুড্যা যাচ্ছিলেন। এ সময় বেপারীকান্দি পৌঁছলে পেছন থেকে আসা বালু বোঝাই ৪ চাকার ইঞ্জিন চালিত ট্রলি তাদের চাপা দেয়। শ্রীপুরে শ্রমিক স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, শ্রীপুরে প্রাইভেটকারের ধাক্কায় মঙ্গলবার মোটরসাইকেল আরোহী এক কারখানা শ্রমিক নিহত হয়েছে। তার নাম আমির হোসেন (৫৫)। সে শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের বিধায় গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। সে স্থানীয় ধনুয়া এলাকার আর এ কে সিরামিক্স কারখানায় শাটল অপারেটর পদে কাজ করত। মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার মোটরসাইকেলে বাড়ি থেকে ধনুয়া এলাকায় তার কর্মস্থলে যাচ্ছিল আমির হোসেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় ইউটার্ন করে পূর্বপাশ থেকে পশ্চিমপাশে যাওয়ার সময় ময়মনসিংহগামী একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়ে আমির হোসেন গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। প্রাইভেটকার ও চালককে আটক করে স্থানীয়রা। রাজশাহীতে চালক স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, পুঠিয়া উপজেলায় এস্কেভেটর (মাটি খনন যন্ত্র) উল্টে লাবলু মোল্লা (৪৭) নামের এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের সরগাছি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
×