ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বগুড়ায় দুজন খুন

প্রকাশিত: ০৭:০৭, ১১ এপ্রিল ২০১৮

বগুড়ায় দুজন খুন

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ সদর ও কাহালু উপজেলায় দুই ব্যক্তি খুন হয়েছে। সোমবার রাত ও মঙ্গলবার সকালে হত্যাকা- দু’টি ঘটে। ছিনতাই ও জমি সংক্রান্ত বিরোধে এই দু’ব্যক্তি খুন হয়। নিহতরা হলেন, শাহিদুল ইসলাম (৩৫) ও আলতাফ উদ্দিন (৫০)। পুলিশ জানায়, সোমবার রাতে ছিনতাইকারীদের হাতে খুন হন শাহিদুল ইসলাম। তিনি ব্যাটারিচালিত রিক্সা চালাতেন। সকালে মাটিডালি সংলগ্ন ধরমপুর ঈদগাহ মাঠের কাছে একটি বাগানে তার জবাই করা লাশ পাওয়া যায়। রাত ৯ টার দিকে শহরের কালিবাড়ি এলাকা থেকে যাত্রী নিয়ে মাটিডালি এলাকায় যাওয়ার পর সে নিখোঁজ হয়। ছিনতাইকারীরা তাকে জবাই করে ব্যাটারিচালিত রিক্সা নিয়ে যায় বলে পুলিশের ধারণা। অপর দিকে মঙ্গলবার সকালে কাহালু উপজেলা তেলেজপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধে দুই ভাইয়ের মধ্যে মারপিটের এক পর্যায়ে খুন হন বড় ভাই আলতাফ উদ্দিন। পুলিশ জানায়, ১৪ শতক জমি নিয়ে ছোট ভাই সামছুলের সঙ্গে বড় ভাইয়ের বিরোধ চলছিল। এই বিরোধ দুই ভাইয়ের পরিবারের সদস্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে। সকালে দুই পরিবারের লোকজনের মধ্যে এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারপিট বাঁধে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আলতাফ। বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। সোনারগাঁয়ে মাদক বিক্রেতা স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে জানান, সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের খামারগাঁও ছনপাড়া এলাকায় সানাউল্লাহ (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। সোমবার রাত সোয়া ১১টায় সন্ত্রাসীরা এলোপাতাড়িভাবে কুপিয়ে তাকে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত সানাউল্লাহ খামারগাঁও গ্রামের মিছির আলীর ছেলে। সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম জানান, রাতে সানাউল্লাহকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত সানাউল্লাহর বিরুদ্ধে সোনারগাঁও থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ফরিদপুরে সাবেক স্ত্রী নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, চরভদ্রাসনে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন রিক্তা বেগম নামে এক নারী (২২)। গত সোমবার রাত নয়টার দিকে চরভদ্রাসন উপজেলার পরিষদ সংলগ্ন চরভদ্রাসন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনের মাঠে এ ছুরি মারার ঘটনা ঘটে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রিক্তা বেগম সদরপুর উপজেলার চর বিষ্ণপুর ইউনিয়নের খেজুরতলার বিশ্বাসডাঙ্গি গ্রামের কালাম মোল্লার মেয়ে। জানা গেছে, কুষ্টিয়ার দৌলতপুর থানার খরিবোনা গ্রামের আলমগীর মিয়ার সঙ্গে প্রায় সাত বছর আগে রিক্তার বিয়ে হয়। বাবার বাড়ি বেড়াতে এসে উপজেলার বাবুরচর খালাশীডাঙ্গি গ্রামের আলী আহমেদের ছেলে দর্জি শাহ জালালের দোকানে জামা-কাপড় বানাতে গিয়ে প্রথমে পরিচয় তার। একপর্যায়ে তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর তারা গোপনে বিয়ে করেন। গত ৮ মার্চ আগের স্বামী আলমগীরকে তালাক দিয়ে নতুন স্বামী শাহ জালালের চরভদ্রাসনে ভাড়া করা বাড়িতে উঠে রিক্তা। সোমবার রাত ৯টার দিকে বাজার থেকে ওষুধ কিনে বাড়ি ফেরার সময় চরভদ্রাসন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনের মাঠে রিক্তা বেগমের গতিরোধ করে বাগ্বিত-ার একপর্যায়ে পেটে ছুরি ঢুকিয়ে দিয়ে পালিয়ে যায় আলমগীর। এ সময় আহত হয়ে মাটিতে লুটিয়ে পরে রিক্তা। রিক্তার চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তার পেটে বিঁধে থাকা ছুরিটি বের করে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা এগারোটার দিকে রিক্তার মৃত্যু হয়। রাহুল নামে আলমগীরের পাঁচ বছরের একটি ছেলে রয়েছে। ছেলেটি রিক্তার কাছে থাকত। রিক্তার বর্তমান স্বামী জালাল ছয় বছর আগে একটি বিয়ে করেছে এবং সেই ঘরে জান্নাত নামে তার একটি মেয়ে রয়েছে। নীলফামারীতে যুবক স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, ডোমার উপজেলায় রেল লাইন হতে আরিফুল ইসলাম (২৪) নামের এক যুবকের দ্বিখ-িত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ডোমার-চিলাহাটি রেললাইনের বসুনিয়াপাড়া পুলেরপাড় হতে সৈয়দপুর জিআরপি লাশ উদ্ধার করে। সে উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের বাগডোগড়া বসুনিয়াপাড়া এলাকার আহমেদ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, লাশের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ভারি দা বা ছুরির আঘাতের মতো ক্ষত রয়েছে। হয়তো তাকে মেরে রেল লাইনে ফেলে রাখা হয়েছে। তার বাবা আহমেদ আলী বলেন, আমার ছেলে সোমবার রাত সাড়ে ৮টার দিকে প্রতিদিনের ন্যায় বাড়ির পাশে ধানক্ষেতে সেচ দেয়ার জন্য যায় সেচপাম্প ঘরে। রাত ১১ টা পর্যন্ত সে বাড়ি ফিরে না আসায় তাকে সেচ পাম্প ঘরে গিয়ে দেখি সেখানে তালা। অনেক খোঁজাখুঁজির পর সেখান হতে প্রায় দুই শত গজ দূরে রেললাইনের উপর আমার ছেলের দ্বিখ-িত লাশ পড়ে থাকতে দেখতে পাই। কিন্তু তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কাটা ক্ষত রয়েছে। ভালুকায় মিল শ্রমিক নিজস্ব সংবাদদাতা ভালুকা ময়মনসিংহ থেকে জানান, ভালুকায় রুনা আক্তার (১৮) নামের এক মিল শ্রমিকের লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। সোমবার রাতে উপজেলা মাস্টার বাড়ি বাদশা স্পিনিং মিলের শ্রমিক কোয়ার্টার থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
×