ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়ার্ল্ড ভার্সিটিতে চৈত্রসংক্রান্তি ও নববর্ষ উৎসব

প্রকাশিত: ০৭:০৫, ১১ এপ্রিল ২০১৮

ওয়ার্ল্ড ভার্সিটিতে চৈত্রসংক্রান্তি ও নববর্ষ উৎসব

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের কালচারাল ক্লাবের উদ্যোগে বাংলা ১৪২৪ সালকে বিদায় ও ১৪২৫ সালকে স্বাগত জানিয়ে দিনব্যাপী ‘চৈত্রসংক্রান্তি ও নববর্ষ’ উৎসবের উদ্বোধন সোমবার বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামেন্দু মজুমদার, অভিনেতা, মঞ্চ নির্দেশক ও নির্মাতা, সাম্মানিক সভাপতি, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উপাচার্য, অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী এবং উৎসবে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ড. মুশফিক এম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. এম নুরুল ইসলাম, উপ-উপাচার্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এবং মোর্শেদা চৌধুরী, ট্রেজারার, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। ‘চৈত্রসংক্রান্তি ও নববর্ষ’ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুই দিনব্যাপী মেলায় আয়োজন করা হয়। -বিজ্ঞপ্তি। পদ্মায় তীব্র ভাঙ্গন স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ পদ্মার বামতীর সংলগ্ন প্রকল্পে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড তড়িঘড়ি ১৪২ কোটি টাকার প্রকল্প কারিগরি কমিটির দ্রুত সুপারিশ নিয়ে পাঠালেও তা এখনও একনেকে না উঠায় পাউবো কোন পদক্ষেপ নিতে পারছে না। শীঘ্রই এসব প্রকল্প রক্ষা করা না গেলে পদ্মার বামতীর প্রকল্পের কয়েক হাজার কোটি টাকার স্ট্রাকচার রক্ষা হবে না। ইতোমধ্যেই ভাঙ্গন ভয়াবহ রুপ নিয়েছে। শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুটাপাড়া হয়ে পদ্মা বাংলাদেশে প্রবেশ করে চরবাগডাঙ্গা পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার জুড়ে ভাঙ্গতে থাকায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে মানুষ। কোথাও কোথাও নদী এক কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে। ফলে রোড পাড়া গ্রামটি সম্পূর্ণ এবং অন্যান্য এলাকায় ছয়শত বাড়িঘর, ২১টি আমবাগান ও কয়েক হাজার একর ফসলের জমি ইতোমধ্যেই নদীগর্ভে চলে গেছে। মারাত্মক হুমকির মধ্যে রয়েছে একাধিক বিওপি ক্যাম্প ও কয়েকটি ইউনিয়ন এবং তার কমপ্লেক্স ভবন, অন্যান্য স্থাপনাসহ অজস্র গ্রাম।
×