ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শতাধিক গাড়ি নিয়ে হত্যা মামলার আসামির শোডাউন

প্রকাশিত: ০৭:০৩, ১১ এপ্রিল ২০১৮

শতাধিক গাড়ি নিয়ে হত্যা মামলার আসামির শোডাউন

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১০ এপ্রিল ॥ শতাধিক গাড়ি নিয়ে এক হত্যা মামলার আসামি দিনদুপুরে শোডাউন করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের শাহ আমানত তৃতীয় সেতু থেকে এই শোডাউনের যাত্রা শুরু হয়। দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবদুল মালেক জনি হত্যা মামলার আসামি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবু সাদাত মোঃ সায়েমের নেতৃত্বে দক্ষিণ, উত্তর, মহানগর ও বিভিন্ন উপজেলার যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শোডাউনে অংশগ্রহণ করে। এ সময় চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ও পটিয়া-আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে তারা গাড়িবহর নিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পিতা মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে বেলা ৩টায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়া হয়ে নগরীতে ফিরে যান। উল্লেখ্য, ২০১৩ সালের ৪ জানুয়ারি নগরীর আন্দরকিল্লায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে মারা যান দক্ষিণ জেলা ছাত্রলীগের আহ্বায়ক জনি। পরে জনির ছোট ভাই আবদুল মাজেদ চৌধুরী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলায় প্রধান আসামি হলেন আবু সাদাত মোহাম্মদ সায়েম। অন্যরা হলেন, বাঁশখালীর ফরহাদুল আলম, বোয়ালখালীর আবু জাহেদ, পটিয়ার মোঃ শামীম, মনির উদ্দিন, লোহাগাড়ায় রফিক উদ্দিন, বাঁশখালীর মোঃ নোমান ও পটিয়ার মোঃ ফারুক। প্রধান আসামি সায়েম দীর্ঘ ৭ মাস কারাবাস করার পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে বিশাল শোডাউনের মাধ্যমে মাঠে পুনরায় সক্রিয় হওয়ার জানান দিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মহি, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এস এম আজিজ, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শফিউল আজম রিয়াদ, পটিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি ইকবালুর রহমান ওপেল, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মোঃ আরিফ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম জেকি, তানিম মান্নান, ইসতিয়াজ আলম, যুগ্ম সম্পাদক বদরুলদ্দোজা জুয়েল, সাংগঠনিক সম্পাদক হোসেন মোহাম্মদ, হানিফ হোসেন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসম্পাদক রিপন তালুকদার, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ নেতা রমিজ উদ্দিন কানন, মাঈনুর রহমান আসিফ, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা শফিউল আজম সোহেল, যুগ্ম সম্পাদক তানজির করিম, পারভেজ, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন।
×