ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অপরিকল্পিত ক্রসড্যাম, আদমদীঘিতে তলিয়ে যাচ্ছে জমির ধান

প্রকাশিত: ০৭:০৩, ১১ এপ্রিল ২০১৮

অপরিকল্পিত ক্রসড্যাম, আদমদীঘিতে তলিয়ে যাচ্ছে জমির ধান

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১০ এপ্রিল ॥ আদমদীঘি উপজেলার রক্তদহ বিলের ভাটিতে পানি নিষ্কাশন খালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প কর্তৃপক্ষ নির্মিত অপরিকল্পিত দুই ক্রসড্যামের কারণে এবছরও তলিয়ে যাচ্ছে আদমদীঘি সদর ও সান্তাহার ইউনিয়ন এবং রাণীনগর এলাকার প্রায় দেড়হাজার একর জমির পাকা-আধাপাকা ইরি-বোরো ফসলের ক্ষেত। এ অবস্থা চলছে বিগত চার বছর ধরে। ক্রসড্যামের সচিত্র রিপোর্ট বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকে প্রকাশ হলেও কর্তৃপক্ষ নীরব। মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বিগত কয়েক দিনের বৃষ্টির পানি উজান থেকে নেমে এসে সান্তাহারের ইরামতি খাল দিয়ে যায় রক্তদহ বিলে। কিন্তু বিলে জমা হওয়া পানি ভাটিতে তথা আত্রাই নদীতে যেতে পারছে না নিষ্কাশন পথে রাণীনগর উপজেলা অংশে দুইটি স্থানে ক্রসড্যাম থাকার কারণে পানি নদীতে যেতে পারছে না। জানা গেছে, বৃষ্টির পানি ধরে রেখে আপদকালীন সময়ে সেচ দেয়ার জন্য ২০১৪ সালে রক্তদহ বিলের উজানে সান্তাহারের দমদমা গ্রামের পাশে এবং ভাটি’র দিকে রাণীনগর উপজেলায় তিলাবধু ও আকনাবাঁশবাড়িয়া নামক দুই স্থানে অপরিকল্পিতভাবে ক্রসড্যাম নির্মাণ করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প কর্তৃপক্ষ। এতে ইরি-বোরো আবাদ মৌসুমের শেষ দিকে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এবারো হয়নি তার ব্যতিক্রম। গত কয়েক দিনে আদমদীঘি উপজেলাসহ আশপাশের এলাকায় হয় প্রবল বর্ষণ। সেই বর্ষণের পানি উজান থেকে নেমে ইরামতি খাল দিয়ে জমতে থাকে রক্তদহ বিল ও বিলের চার পাশের ইরি-বোরো আবাদি মাঠে। কিন্তু পানি নিষ্কাশন হতে পারছে না। এর কারণে আদমদীঘি উপজেলা সদর ইউনিয়নের করজবাড়ি, দক্ষিণ গনিপুর, কদমা, সান্তাহার ইউনিয়নের সান্দিড়া, দমদমা, কাশিপুর, ছাতনি, ঢেকড়া এবং পাশের রাণীনগর উপজেলার বোদলা, পালসা, তেবাড়িয়া, বিশিয়াসহ অন্তত ১৫ গ্রামের প্রায় দেড় হাজার একর জমির পাকা আধাপাকা ইরি-বোরো ধান বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে হুমকির মুখে পড়েছে। স্থানীয় কৃষক মনছুর আলী, খোকা মিয়া, মোহাম্মাদ আলী, আব্দুর রাজ্জাক ও মোকছেদ আলীসহ অনেকে জানায়, অপরিকল্পিত ক্রসড্যামের কারণেই গত চার বছর ধরে আমাদের এই সমস্যা। আদমদীঘি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কামরুজ্জামানও রক্তদহ বিলের ভাটিতে বরেন্দ্র প্রকল্পের অপরিকল্পিত ক্রসড্যামের কারণে জলাবদ্ধতায় উঠতিপ্রায় ইরি-বোরো ধান জলমগ্ন হয়ে হুমকির মুখে পড়ার সত্যতা নিশ্চিত করেছেন।
×