ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংসদে প্রশ্নোত্তর

দুই ফসলী জমির পরিমাণ দেড় লক্ষাধিক হেক্টর বেশি ॥ মতিয়া

প্রকাশিত: ০৬:০৮, ১১ এপ্রিল ২০১৮

দুই ফসলী জমির পরিমাণ দেড় লক্ষাধিক হেক্টর বেশি ॥ মতিয়া

সংসদ রিপোর্টার ॥ বর্তমানে দেশে এক ফসলী জমির থেকে দুই ফসলী জমির পরিমাণ এক লাখ ৬৬ হাজার হেক্টর বেশি। দুই ও তিন ফসলী জমি যাতে অকৃষি খাতে চলে না যায় সে ব্যাপারে স্থানীয় জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান, সারাদেশে এক ফসলী জমির পরিমাণ ২২ লাখ ৫২ হাজার ৪৩৮ হেক্টর। দুই ফসলী জমির পরিমাণ ৩৯ লাখ ১৩ হাজার ৬৪১ হেক্টর। এছাড়া দেশে তিন ফসলী জমির পরিমাণ ১৭ লাখ ৬২ হাজার ৭৭১ হেক্টর।
×