ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই ॥ নাসিম

প্রকাশিত: ০৬:০৫, ১১ এপ্রিল ২০১৮

নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বিএনপি-জামায়াত নির্বাচন ঠেকাতে নানা চক্রান্ত ষড়যন্ত্র করছে উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- নির্বাচন নিয়ে কোন ফর্মুলা দিয়ে বা চক্রান্ত ষড়যন্ত্র করে লাভ নেই। নির্বাচন ঠেকানোর ক্ষমতাও কারও নেই। বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। ওই নির্বাচনী মাঠে যারা ফাউল করবে, জনগণ তাদের লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেবে বলেও তিনি মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন শেখ হাসিনার নেতৃত্ব এদেশের জনগণ আলোর পথ পেয়েছে। কেউ আর অন্ধকারের পথে জঙ্গীবাদের পথে ফিরে যেতে চায় না। তিনি মঙ্গলবার তাঁর নির্বাচনী এলাকা কাজীপুরে বিশাল এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতা দেন। কাজীপুরের বরইতলীতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, পাঁচ শ’ আসন বিশিষ্ট শহীদ এম মনসুর আলী অডিটরিয়াম ও কুড়িপাড়ায় শহীদ এম মনসুর আলী স্মৃতি জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত কাজীপুর উপজেলা পরিষদ মাঠে চৈত্রের ভরদুপুরে অনুষ্ঠিত এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজম্মেল হক ও নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান। সভায় সভাপতিত্ব করেন সাবেক এমপি তানভীর শাকিল জয়। অন্যদের মধ্যে বক্তৃতা দেন বগুড়া-৫ আসনের এমপি হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, কাজীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল ও দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। কাজীপুরে তিন মন্ত্রী আগমন উপলক্ষে মোহাম্মদ নাসিমের নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ সদরের ছোনগাছা ইউনিয়নের সাহানগাছা থেকে কাজীপুরের মেঘাই পর্যন্ত ২৫ কিমি সড়ক জুড়ে প্রায় এক শ’ রঙবেরঙের তোরণ নির্মাণ করা হয়েছিল। জাতীয় পতাকার আবরণ দিয়ে ঢাকা আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকার আকৃতিতে নির্মাণ করা হয়েছিল জনসভার বিশাল মঞ্চ। জনসভার চারদিকে কাজীপুরের নানামাত্রিক উন্নয়নের ছাপচিত্র শোভা পাচ্ছিল। কাজীপুর পৌরসভা রোড হয়ে আলমপুর চৌরাস্তা পেরিয়ে উপজেলা পরিষদের জনসভাস্থল পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তার দুপাড়ে লাইনে দাঁড়িয়ে তিন মন্ত্রীকে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান। সরকারের প্রভাবশালী তিন মন্ত্রীর কাজীপুরে আগমনের খবরে দুই দিন আগে থেকেই সাজ সাজ রব পড়ে যায়। এর আগে তিন মন্ত্রী যৌথভাবে কাজীপুর উপজেলা চত্বরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করেন। পরে মেঘাই ঘাটে নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খানের নেতৃত্বে নৌঘাট পরিদর্শন করা হয়। বিকেলে পিপুলবাড়িয়ায় রতনকান্দি, বাগবাটি, চোনগাছা ও মেছড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের সংবর্ধন অনুষ্ঠানে তিন মন্ত্রী যোগ দেন। এখানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম চৌধুরীসহ মুক্তিযোদ্ধাদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। অন্যদের মধ্যে কৃষক লীগ নেতা আব্দুল লতিফ তারিন সহমুক্তিযোদ্ধা কমান্ডার শফিকুল ইসলাম সফি বক্তৃতা দেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম উন্নয়নকামী জনগণকে সতর্ক করে দিয়ে বলেছেন- বিএনপি জামায়াত চক্র ক্ষমতায় এলে দেশের সার্বিক উন্নয়ন বন্ধ হয়ে যাবে। দেশ অন্ধকারে নিমজ্জিত হবে। জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। এ কারণেই বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করতে কাজ করছে। মুক্তিযোদ্ধাদের আবাসন সঙ্কটসহ সকল সমস্যা সমাধান করবে এই সরকার। নৌ-পরিবহনমন্ত্রী শাহাজাহান খান খালেদা জিয়াকে মিথ্যাচারে বিশ্ব চ্যাম্পিয়ন মন্তব্য করে বলেন, বিএনপি, জামায়াত খুনির দল, তাদের হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়।
×