ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কোটা সংস্কার না করার দাবিতে মুক্তিযোদ্ধাদের নানা কর্মসূচী

প্রকাশিত: ০৬:০৪, ১১ এপ্রিল ২০১৮

কোটা সংস্কার না করার দাবিতে মুক্তিযোদ্ধাদের নানা কর্মসূচী

জনকণ্ঠ ডেস্ক ॥ সরকারী চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের আন্দোলনে বিভক্তি দেখা দিয়েছে। একটি অংশ কর্মসূচী স্থগিত করলেও অন্য অংশ আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে। আর খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা ব্যবস্থার সংস্কার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে। এদিকে কোটা সংস্কার না করার দাবিতে নানা কর্মসূচী পালন করেছে মুক্তিযোদ্ধারা। রাজশাহী, পাবনা, ঝিনাইদহ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ভোলা ও বরগুনায় স্মারকলিপি, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার এসব কর্মসূচী পালন করা হয়। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ক্লাস বর্জন করে আন্দোলনকারীরা জড়ো হয়। এসময় সংস্কার আন্দোলনের রাবি শাখার আহ্বায়ক মাসুদ মুন্নাফ আন্দোলন স্থগিতের আহ্বান জানিয়ে তাদের ফিরে যেতে বলেন। কিন্তু এ আহ্বান উপেক্ষা করে শতাধিক আন্দোলনকারী মিছিল নিয়ে জোহা চত্বরে পাল্টা সমাবেশ করে। সমাবেশে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীদের দেখা গেছে। এরপর দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. লুৎফর রহমান তাদের সরে যেতে বললে আন্দোলনকারীরা সমাবেশ বন্ধ করে। এসময় ক্যাম্পাসে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিকে দুপুরে লাইব্রেরির সামনে কোটা সংস্কার আন্দোলন রাবি শাখার আহ্বায়ক কমিটি এবং কিছুক্ষণ পরেই আন্দোলনে আগ্রহীরা লাইব্রেরির পেছনে আমতলায় সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাবির আহ্বায়ক কমিটি পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত ঘোষণা করে। তবে আন্দোলনে আগ্রহীরা ক্লাস বর্জন ও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। অপরদিকে আন্দোলনে আগ্রহীদের পক্ষে সংবাদ সম্মেলনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী উম্মে কুলসুম কনি বলেন, রাবি শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। আমরা আগামীকাল (আজ বুধবার) থেকে যথারীতি ক্লাস বর্জন এবং বেলা ১১টা থেকে সমাবেশ ও অবস্থান কর্মসূচী চালিয়ে যাব। এদিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সব বিভাগের ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে দুপুর ২টা পর্যন্ত অবস্থান কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। খুলনা ॥ কোটা প্রথা সংস্কারের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা মঙ্গলবার বিকেলে মানববন্ধন ও সমাবশে করেছে। খুবির শিক্ষার্থীরা বেলা আড়াইটা থেকে তাদের ক্যাম্পাসের হাদি চত্বরে এবং কুয়েটের শিক্ষার্থীরা শিববাড়ী মোড়ে বেলা দেড়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই কর্মসূচী পালন করে। রাজশাহী ॥ ছাত্রদের আন্দোলনের মুখে মুক্তিযোদ্ধা কোটা সুবিধা বাতিল ও সংস্কার না করার দাবি জানিয়েছে রাজশাহীর মুক্তিযোদ্ধারা। এ দাবিতে গোদাগাড়ী ও বাগমারা উপজেলার মুক্তিযোদ্ধারা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে। গোদাগাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি পেশ করে। এদিকে মুক্তিযোদ্ধার কোটা বহাল রাখার দাবিতে বাগমারার মুক্তিযোদ্ধারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সাহার আলীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরে গিয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেন। পাবনা ॥ কোটা বহাল রাখার দাবিতে মুক্তিযোদ্ধারা মানববন্ধন স্মারকলিপি প্রদান করেছে। মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড পাবনা জেলা, সদর উপজেলা ও পৌর শাখাসহ জেলার বিভিন্ন ইউনিটের মুক্তিযোদ্ধারা মঙ্গলবার শহরের আব্দুল হামিদ রোডের মুক্তিযোদ্ধা সংসদের সামনে মানববন্ধন চলাকালে মুক্তিযোদ্ধাদের ৩০ শতাংশ কোটা বহাল রাখার দাবি জানান। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে মুক্তিযোদ্ধারা কোটা বহাল রাখার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করে। একই দাবিতে বেড়া উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন। এদিকে মঙ্গলবার সকালে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছেন ঈশ্বরদীর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতারা। তারা শহরে একটি প্রতিবাদ মিছিল বের করেন এবং উপজেলা চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেন। ঝিনাইদহ ॥ মুক্তিযোদ্ধা কোটা বাতিলের বিরুদ্ধে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার সকালে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধারা অংশ নেয়। পরে তাদের দাবি সংবলিত স্মারকলিপি ঝিনাইদহ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পেশ করেন। সুনামগঞ্জ ॥ মুক্তিযোদ্ধা কোটা বাতিলের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার দুপুর ১২টায় মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার পক্ষের সর্বস্তরের জনগণ ব্যানারে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলটি জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নেত্রকোনা ॥ সরকারী চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা সম্পূর্ণ সংরক্ষণের দাবিতে এবং ‘কোটা সংস্কার’ দাবিতে চলমান আন্দোলনের বিরোধিতা করে মঙ্গলবার জেলা শহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। বরগুনা ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বরগুনার কৃতী সন্তান ড. আক্তারুজ্জামানের বাসভবনে হামলা ও হামলাকারীদের বিচারের দাবিতে বরগুনায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। ভোলা ॥ মুক্তিযোদ্ধা কোটা অক্ষুণœ রাখার দাবিতে ও কোটা বাতিলের দাবির বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভোলা প্রেসক্লাবের সামনে ভোলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মানববন্ধনে কয়েক শত মুক্তিযোদ্ধা ও ভোলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ ও সন্তানরা অংশ নেয়।
×