ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন মিয়ানমারের মন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৮, ১১ এপ্রিল ২০১৮

আজ রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন মিয়ানমারের মন্ত্রী

কূটনৈতিক রিপোর্টার ॥ আন্তর্জাতিক চাপের মুখে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গা শিবির পরিদর্শনে মঙ্গলবার গভীর রাতে বাংলাদেশে এসেছেন মিয়ানমারের সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী উইন মিয়াত আই। তিনি আজ বুধবার কক্সবাজার রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। রাখাইনে সেনা নির্যাতন থেকে রেহাই পেতে গত বছরের আগস্ট থেকে প্রায় ৭ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়ার পর এই প্রথমবারের মতো মিয়ানমারের কোন মন্ত্রী তাদের দেখতে আসলেন। মন্ত্রী উইন মিয়াত আই মঙ্গলবার রাত পৌনে একটায় ঢাকায় পৌঁছান। আজ বুধবার সকালে তিনি কক্সবাজার রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাবেন। আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় ফিরে তিনি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। বৃহস্পতিবারই তিনি ঢাকা ত্যাগ করবেন। সম্প্রতি যদিও মিয়ানমার থেকে বাংলাদেশে কয়েকটি উচ্চপর্যায়ের সফর হয়েছে। তবে তাদের কেউই রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাননি। এর আগে পররাষ্ট্রসচিব এম শহিদুল হক বলেছিলেন, চলতি মাসে মিয়ানমারের একজন মন্ত্রী বাংলাদেশ সফর করবেন। সূত্র জানায়, আন্তর্জাতিক চাপের মুখে মিয়ানমারের মন্ত্রী কক্সবাজারে যেতে রাজি হয়েছেন। তবে বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের মিয়ানমারের মন্ত্রীকে নির্দিষ্ট জায়গায় (জিরো লাইনে) নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। রোহিঙ্গারা কেন নিজ ঘরে ফিরতে পারছে না তা দেখানোর জন্যই তাকে নিয়ে যাওয়া হবে। এছাড়া রোহিঙ্গারা এখানে কিভাবে জীবনযাপন করছেন, সেটাও দেখানো হবে।
×