ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইপনা প্রকল্পকে অনুমোদন দিল ইউজিসি

প্রকাশিত: ০৫:৪৮, ১১ এপ্রিল ২০১৮

ইপনা প্রকল্পকে অনুমোদন দিল ইউজিসি

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ‘ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এ্যান্ড অটিজম (ইপনা)’ প্রকল্পকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রথম এবং পূর্ণাঙ্গ ইনস্টিটিউট হিসেবে অনুমোদন দিয়েছে। গত বছরের ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল এবং ১৪ নবেম্বর বিশ্ববিদ্যালয়ের ৬৮তম সিন্ডিকেট সভায় ইনস্টিটিউট হিসেবে ইপনাকে অনুমোদন দেয়া হয়। মঙ্গলবার বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা, বিশ্বব্যাপী সুপরিচিত অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ হোসেনের ঐকান্তিক আগ্রহ ও প্রচেষ্টায় শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ শাহীন আখতারের নেতৃত্বে ২০১০ সাল থেকে সেন্টার ফর নিউরোডেভেলপমেন্ট এ্যান্ড অটিজম ইন চিলড্রেন (সিন্যাক) নামে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। ২০১৪ সালের জুলাই থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন ‘এস্টাবলিশমেন্ট অব ইনস্টিটিউট ফর পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এ্যান্ড অটিজম ইন বিএসএমএমইউ’ প্রকল্প গৃহীত হয়। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ও ইউজিসির অনুমোদনের মধ্য দিয়ে এটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠিত হলো। ইপনা পূর্ণাঙ্গ ইনস্টিটিউট হিসেবে স্বীকৃতি পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া সন্তোষ প্রকাশ করে বলেন, আনুষ্ঠানিক অনুমোদনের মাধ্যমে ইপনার দায়িত্ব আরও বেড়ে গেল। এখন থেকে অটিজম ও ¯œায়ু বিকাশজনিত সমস্যার সেবার পরিসর আরও বিস্তৃত হবে। জাতীয় পর্যায়ে ইপনাই প্রথম ইনস্টিটিউট যেখানে স্নায়ু বিকাশজনিত ও অটিজম সমস্যার সমন্বিত সেবা প্রদান করা হয়ে থাকে। উল্লেখ্য, ইপনা জাতীয় পর্যায়ে গণসচেতনতা সৃষ্টি এবং ভাল সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কর্তৃক ‘ন্যাশনাল এ্যাওয়ার্ড’ লাভ করে। ওরিয়েনটেশন অন মেনটরশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত ॥ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ইউএনএফপির সহায়তায় ‘স্ট্রেনদিং দ্য হেলথ সিস্টেম টু প্রোভাইড এ্যাকসেসিবল এ্যান্ড এফরডেবল কোয়ালিটি অব কেয়ার এ্যান্ড সার্ভিস টু রিডিউস ম্যাটারনাল মরটালিটি ফোকাসড অন পিপিএইচ, একলামসিয়া এ্যান্ড স্ট্যান্ডার্ড রুম প্র্যাকটিস’ শীর্ষক ওরিয়েনটেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালযের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক সাহলা খাতুন, ইউএনএফপির প্রতিনিধি সত্যনারায়ণ ডোরাইস্বামী, ইউনিসেফ প্রতিনিধি ডাঃ ফারহানা শামস সুমি, ডাঃ আবু সাদত মোহাম্মদ সায়েম। সভাপতিত্ব করেন ওজিএসবির সভাপতি অধ্যাপক ডাঃ লায়লা আঞ্জুমান বানু।
×