ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পিতা-মাতার বিচ্ছেদের জের, শিশুসন্তানের আত্মহত্যা!

প্রকাশিত: ০৫:৪৭, ১১ এপ্রিল ২০১৮

পিতা-মাতার বিচ্ছেদের জের, শিশুসন্তানের আত্মহত্যা!

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে আরমান হোসেন নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। বিচ্ছেদ হয়ে যাওয়া মা-বাবার সন্তান সে। ১২ বছর বয়সী পঞ্চম শ্রেণী পড়ুয়া শিশুটি কার্যত বাবা-মা কারো কাছে আশ্রয় পায়নি। মা আগেই বিয়ে করেছেন, এখন বিদেশ যেতে উদ্যত। আর প্রবাসী বাবা দেশে ফিরে নতুন করে সংসার পাতার আয়োজন করছেন। এমন দুঃসহ পরিস্থিতিতে শিশুটি ফাঁস দিয়ে ইহলীলা সাঙ্গ করল! শিশুটির মৃত্যুর জন্য তার মা দায়ী করছেন বাবাকে। আর বাবার দাবি, মায়ের ওপর অভিমান করে তার সন্তানটি মৃত্যুর পথ বেছে নিল। সোমবার রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে ওই ছাত্র আত্মহত্যা করে। পুলিশ রাতেই তার লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে নিয়ে আসে। আরমান হোসেন সদর উপজেলার কচুয়া ইউনিয়নের রায়মানিক গ্রামের লিটন হোসেনের ছেলে। বিচ্ছেদ হওয়া স্বামী-স্ত্রীর এই হতভাগ্য সন্তান তার নানাবাড়ি বালিয়াডাঙ্গা থেকে বালিয়াডাঙ্গা মান্দারতলা ব্র্যাক স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ত। বাবা লিটন হোসেন জানান, ছেলের বয়স যখন দুই বছর, তখন তিনি মালয়েশিয়া যান। তিনি বিদেশ থাকা অবস্থায় স্ত্রী শিল্পী পরকীয়ায় জড়িয়ে পড়েন। ‘আমি বিদেশ থাকা অবস্থায় শিল্পীর গর্ভে একটি মেয়েসন্তান আসে। পরকীয়ার কারণে আমি শিল্পীকে তালাক দেই। কিন্তু ছেলের লেখাপড়াসহ সব খরচ আমি দিতাম। সোমবার রাতে ছেলেটি আত্মহত্যা করেছে। আমি নিশ্চিত, আরমানের মা শিল্পী কোন অঘটন ঘটিয়েছে; যার কারণে আমার শিশুসন্তানটি আত্মহত্যা করতে বাধ্য হয়েছে,’ অভিযোগ করে বলেন লিটন।
×