ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফারমার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান চিশতীসহ ৪ জন গ্রেফতার

প্রকাশিত: ০৫:৪৬, ১১ এপ্রিল ২০১৮

ফারমার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান চিশতীসহ ৪ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ ঋণ কেলেঙ্কারির মামলায় ফারমার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মোঃ মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীসহ চারজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে দুদকের পরিচালক কাজী শফিকুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল সেগুন বাগিচার জাতীয় রাজস্ব বোর্ড ভবনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয় বলে মামলার বাদী দুদকের উপ-পরিচালক মোঃ সামছুল আলম সাংবাদিকদের নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হচ্ছেন বাবুল চিশতীর ছেলে রাশেদুল হক চিশতী, ফারমার্স ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিয়াউদ্দিন আহমেদ ও ফার্স্ট প্রেসিডেন্ট মুহাম্মদ মাসুদুর রহমান খান। এর আগে রাজধানীর গুলশান থানায় ওই অভিযোগে ছয়জনকে আসামি করে মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪ ধারায় গুলশান থানায় দুদক সামছুল বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলাটি করেন। এর পরপরই প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয় দুদক।
×