ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খালেদা জিয়া ঘাড় ও হাড়ের ক্ষয় রোগে ভুগছেন

প্রকাশিত: ০৫:৪৬, ১১ এপ্রিল ২০১৮

খালেদা জিয়া ঘাড় ও হাড়ের ক্ষয় রোগে ভুগছেন

স্টাফ রিপোর্টার ॥ এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঘাড় ও হাড়ের ক্ষয় রোগে ভুগছেন। সম্প্রতি এক্স-রে পরীক্ষায় বেগম জিয়ার ঘাড় ও কোমরের হাড়ের কিছু পরিবর্তন ধরা পড়ে। মঙ্গলবার খালেদা জিয়ার এক্স-রে রিপোর্ট পর্যালোচনা করে এ কথা জানান মেডিক্যাল বোর্ড প্রধান ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ মোঃ শামসুজ্জামান। আজ বুধবার বোর্ডের রিপোর্টটি হাসপাতাল পরিচালকের মাধ্যমে তা কারা অধিদফতরে পাঠান হবে। বোর্ডের সদস্যরা জানান, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এ রোগটিকে ডিজেনারেটিভ অস্টিওঅর্থোপ্যাথি ইনভলবিং সার্বিকেল এ্যান্ড লাম্বার স্পাইন বলা হয়। বয়স ও বিদ্যমান ঘাড় ও কোমর- এ দু’টি হাড়ের ক্ষয়রোগজনিত কারণে বেগম জিয়ার স্বাভাবিকভাবে চলাফেরা ও ওঠাবসা করতে সমস্যা হচ্ছে। বোর্ডের প্রধান অধ্যাপক ডাঃ শামসুজ্জামান জানান, এক্স-রে রিপোর্টে খালেদা জিয়ার ঘাড়ে ও কোমরের হাড়ে কিছুটা সমস্যা রয়েছে। তবে রক্তের রিপোর্ট নরমাল। তাকে দেয়া আগের ওষুধগুলোই চলবে। পাশাপাশি কিছু শারীরিক ব্যায়ামও দেয়া হবে। তিনি ওষুধ খেয়ে ভাল না হলে তাকে বাইরের ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানান, কারা অধিদফতরের পাঠান সিলগালা করা এক্স-রে ও রক্ত পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করতে মেডিক্যাল বোর্ডের সদস্যরা নিউরোলজির মনসুর হাবীব, মেডিসিন বিভাগের টিটু মিয়া ও ফিজিক্যাল মেডিসিনের সোহেলী রহমান মঙ্গলবার সকালে বসেছিলেন। বিএসএমএমইউ’র ল্যাবরেটরি থেকে প্রাপ্ত এক্স-রে ও রক্ত পরীক্ষা পর্যালোচনা করে তারা মতামতসহ প্রতিবেদন তৈরি করে ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরউদ্দিনের কাছে জমা দেন। হাসপাতাল পরিচালকের মাধ্যমে আগামীকাল (বুধবার) তা কারা অধিদফতরে পাঠান হবে। ঢামেক হাসপাতালের অর্থোপেডিকস বিভাগ ও মেডিক্যাল বোর্ড প্রধান অধ্যাপক ডাঃ শামসুজ্জামান জানান, বেগম খালেদা জিয়ার হাড় ও কোমরের হাড় বেড়েছে।
×