ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্কার্ট পরে স্কুলে ছেলেরা!

প্রকাশিত: ০৫:৪৫, ১১ এপ্রিল ২০১৮

স্কার্ট পরে স্কুলে ছেলেরা!

ব্রিটেনের একটি বোর্ডিং স্কুলে আনা হয়েছে নতুনত্ব। একে চমকও বলা চলে। ওই স্কুলে এবার ছেলেদের স্কার্ট পরার অনুমতি দেয়া হয়েছে। আশ্চর্য বিষয়, এ সিদ্ধান্তে বেশ খুশি হয়েছে স্কুলটির ছেলেরা। শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। স্কুলটি দেশটির রটল্যান্ডে অবস্থিত। তবে জানা গেছে, স্কুলটি লিঙ্গ বৈষম্য দূর করতেই এই সিদ্ধান্ত নিয়েছে। ছেলে ও মেয়েদের মধ্যে বৈষম্য দূর করার প্রচেষ্টায় ছাত্রদের স্কার্ট পরানোর সিদ্ধান্তে ছাত্ররা মহা উৎসাহী হয়ে পড়েছে বলে জানা গেছে। সকল শিক্ষার্থীই স্কার্ট পরার বিষয়টিকে মজা হিসেবে গণ্য করছে। স্কুল প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, স্কুলের কোন ছাত্র যদি মনে করে, স্কুলে স্কার্ট পরে আসবে, তাহলে তাকে এই অধিকার দেয়া হচ্ছে, যাতে সে নির্দ্বিধায় স্কার্ট পরে আসতে পারে। এর আগেও স্কুলে ছেলে ও মেয়েদের মধ্যে বৈষম্য দূর করতে তাদের ‘ছাত্র/ছাত্রী’ এভাবে আলাদা করে না ডেকে তাদের ‘পিউপিলস’ বলে সম্বোধন করা শুরু হয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই স্কুলটি স্থাপিত হয়েছে ১৫৮৪ সালে। আর ১৯৭৩ সালে প্রথম ছাত্রীদের ভর্তি করানো শুরু হয়। এই স্কুলের পড়ার খরচ প্রতি বছরের হিসেবে প্রায় ৩৩ লাখ টাকা। এখন এই স্কুলে ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা একসঙ্গে পড়ালেখা করে। -দ্য গার্ডিয়ান
×