ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজধানীতে এবারের বর্ষায় জলাবদ্ধতা অনেক কমবে ॥ সাঈদ খোকন

প্রকাশিত: ০৫:২৯, ১১ এপ্রিল ২০১৮

রাজধানীতে এবারের বর্ষায় জলাবদ্ধতা অনেক কমবে ॥ সাঈদ খোকন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের আশ্বাস অনুযায়ী চলতি বছরের বর্ষার আগের তুলনায় রাজধানীতে জলাবদ্ধতা অনেক কমবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। একইসঙ্গে রাজধানীর গণপরিবহনের দৈন্যদশা দূর করতে পহেলা বৈশাখের (১৪ এপ্রিল) পরই গণপরিবহন সংশ্লিষ্ট বিআরটিএ, ঢাকা ট্রান্সপোর্ট অথরিটিসহ সকল সংস্থাকে নিয়ে বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন মেয়র। সোমবার দুপুরে রাজধানীর গুলিস্তানে নগর ভবনের ব্যাংক ফ্লোরে ২৬টি সেবা সংস্থার প্রধান ও প্রতিনিধিদের সঙ্গে ‘সমন্বয় সভায়’ সভাপতির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। সাঈদ খোকন বলেন, বর্তমানে রাজধানীর গণপরিবহনে নৈরাজ্যকর ব্যবস্থা চলছে। গণপরিবহনগুলোর চেহারা দেখলেই বোঝা যায় কতটা প্রতিযোগিতায় নেমেছে তারা। এমন ভাঙ্গাচোরা আর রং উঠে যাওয়া বাস আর কোথাও দেখা যায় না। গণপরিবহনে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। মেয়র বলেন, শৃঙ্খলা ফেরাতে গণপরিবহনগুলোকে একটি কোম্পানিতে বা এক ছাতার নিচে যেন আনা যায়, শীঘ্রই ডিএসসিসি’র পক্ষ থেকে উদ্যোগ নিতে যাচ্ছি। এটা যদিও সময় সাপেক্ষ তারপরেও ঢাকার দুই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা কাজটা শুরু করতে চাই। আসছে পহেলা বৈশাখের পরই এ বিষয়ে একটা যৌক্তিক সিদ্ধান্ত নিতে বৈঠক করা হবে। এই কাজের সঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান, ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মীর মশিউর রহমান, ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান, যুগ্ম ট্রাফিক পুলিশ কমিশনার মফিজ উদ্দীন, র‌্যাব, পরিবেশ অধিদফতর, ঢাকা জেলা প্রশাসন, বিআরটিএসহ মোট ২৬টি সেবাদানকারী সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সাঈদ খোকন বলেন, রাজধানীর হকার উচ্ছেদ নিয়ে আবারও ডিএসসিসি মাঠে নামছে। তবে হকার আর এখন শুধু গুলিস্তান বা মতিঝিল নয়, পুরো ঢাকা শহর ছেয়ে গেছে। অলিগলি রাস্তার মোড়েও হকাররা দোকান সাজিয়ে ভ্যান গাড়িতে করে নানা পণ্য বিক্রি করছে। নির্দিষ্ট কাঁচাবাজার থাকা সত্ত্বেও সারা রাস্তার অলিগলিতে বাজার বসানো হচ্ছে। যেন পুরো ঢাকাই বাজার। তবে ঈদের সময় মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের বসার সুযোগ দেয়া হয়েছিল। এরপর তারা যেভাবে আবার বসে পড়েছে তাতে আগের অবস্থায় ফেরত নেয়া যায়নি। এই মুহূর্তে ডিএসসিসি’র অনেকগুলো কর্মসূচী রয়েছে, এসব কর্মসূচী শেষ করার পর হকারদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, আমাদের নাগরিকরা অত্যন্ত দুর্ভোগের রয়েছে। নাগরিকদের দুর্ভোগ লাঘব করা আমাদের দায়িত্ব, সেই সঙ্গে হকারদের জীবন রক্ষা করাও আমাদের কর্তব্য রয়েছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান বলেন, যে কোন অগ্নি দুর্ঘটনা রোধে ও আগুন লাগলে ক্ষয়ক্ষতি কমাতে আগুন নেভাতে ঢাকার সরু রাস্তা মহাসমস্যার সৃষ্টি করে। আমরা সময়মতো ঘটনাস্থলে পৌঁছলেও সরু রাস্তার কারণে নির্দিষ্ট স্থানে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব হয় না। তাই নতুন বাড়ি নির্মাণে রাজউক যেন ফায়ার সার্ভিসের গাড়ি ঘোরানোর মতো বড় রাস্তার স্থান রেখে বাড়ি তৈরির অনুমতি দেন তার জন্য অনুরোধ জানান। এছাড়া পুরান ঢাকার কেমিক্যাল গোডাউনসহ ঝুঁকিপূর্ণ ভবন সরাতে সমন্বয় করে কাজ করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। সভায় তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মীর মশিউর রহমান বলেন, আগামী মে মাস থেকে ঢাকা শহরে গ্যাসের চাপ বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন ‘আমাদের সঞ্চালন ও বিতরণ লাইনের কাজ ৯০ শতাংশ শেষ হয়েছে। ৩০ এপ্রিল সিএনজি আমাদের গ্রিডে যুক্ত হচ্ছে। ফলে মে মাস থেকে গ্যাসের কোন সমস্যা থাকবে না।
×