ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাবি ভিসির বাসভবনে হামলা রহস্যজনক ॥ রিজভী

প্রকাশিত: ০৫:২৮, ১১ এপ্রিল ২০১৮

ঢাবি ভিসির বাসভবনে হামলা রহস্যজনক ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ সরকারী চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে হামলা রহস্যজনক ও পরিকল্পিত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, আন্দোলনকারীদের ওপর দোষ চাপাতে ভিসির বাসভবনে হামলা করা হয়েছে। তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। দাবি মানার জন্য বারবার সরকারের কাছে আহ্বান জানানোর পরও সরকারের পক্ষ থেকে কোন কর্ণপাত করা হচ্ছে না। সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যে বৈঠক করেছেন তাও লোক দেখানো। বৈঠকে ওবায়দুল কাদের কী বললেন? একমাস পর সরকার বিষয়টি দেখবেন। কিন্তু আটক শিক্ষার্থীদের মুক্তি না দিয়ে বললেন, কারা ভাংচুর ও হামলা করেছে পরীক্ষা-নিরীক্ষা করে ছাড়া হবে। রিজভী বলেন, আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের দশ মিনিটের মাথায় ভিসির বাসভবনে হামলা হয়। সেখানে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও ভিসির বাসভবনে দুই ঘণ্টাব্যাপী হামলা রহস্যজনক। রিজভী অভিযোগ করেন গুলি, হামলা, ভাংচুর তো করেছে ছাত্রলীগ। গণমাধ্যমে খবর বেরিয়েছে, ছবি প্রকাশ হয়েছে, তাদের ধরছেন না কেন? আর সাধারণ শিক্ষার্থীরা তো জানিয়ে দিয়েছে ভিসির বাসভবনে তারা হামলা করেনি। ঢাবি ক্যাম্পাস তো ছাত্রলীগের দখলে ছিল। সেখানে ছাত্রলীগ ছাড়া আর কেউ হামলা, ভাংচুর করার সাহস রাখে কি? রিজভী বলেন, কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগের হামলা ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হানাদার বাহিনীর হামলাকে স্মরণ করিয়ে দিয়েছে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের ওপর হামলা ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিন্দার ঝড় বইছে। এ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচী ভিন্নখাতে নিতেই সরকারী এজেন্টদের দিয়ে ভিসির বাসভবনে হামলা হয়েছে কি না এ প্রশ্ন এখন সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। বিএনপির মুখপাত্র রিজভী বলেন, সোমবার অর্থমন্ত্রী বলেছেন, দেশে সৎ লোকের সংখ্যা বাড়ছে। ক্ষমতাসীনদের দেশ পরিচালনার সাবজেক্ট জনগণ নয়, তাদের সাবজেক্ট জনগণের সঙ্গে মশকরা করা। কারণ, এই অর্থমন্ত্রী রাষ্ট্রীয় ব্যাংক থেকে টাকা লুট হওয়াকে আশকারা দিয়ে বলেছিলেন, চার হাজার কোটি টাকা লোপাট হওয়া বড় কোন দুর্নীতি নয়। এখনও সেই কথা মানুষের স্মৃতি থেকে বাসী হয়ে যায়নি। দুর্নীতির মহাযজ্ঞে হাইওয়ে খুলে দিয়েছেন দেশের অর্থমন্ত্রী। রিজভী বলেন, আমরা এর আগে বলেছিলাম, জিডিপির প্রবৃদ্ধি নিয়ে সরকারের ঘোষণা চাপাবাজি। সোমবার বিশ্বব্যাংক বলেছে, দেশে বিনিয়োগ স্থবির, রফতানি আয় কমছে, সকল খাতে প্রবৃদ্ধিও নেতিবাচক। তাহলে জিডিপি বাড়ল কীভাবে, এ প্রশ্নও করেছে বিশ্বব্যাংক। সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন। এছাড়া তিনি চট্টগ্রামে ৫৩ জন এবং সিলেটের কুলাউড়ায় ৩৯ বিএনপি নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নিন্দা জানান। সেই সঙ্গে অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন। তিনি বলেন, সরকার কারাগারে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ক্রমাগত কষ্ট দিয়ে যাচ্ছে। তার শারীরিক অবস্থা অনুযায়ী এমনকি সরকারের গঠিত মেডিক্যাল বোর্ডের সুপারিশ অনুযায়ী তার জন্য যে বিছানার (অর্থপেডিক বেড) কথা বলা হয়েছে, তা দেয়া হচ্ছে না। সরকার এই নিষ্ঠুর আচরণটি করছেন কারা কর্তৃপক্ষের মাধ্যমে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা নাজমুল হক নান্নু, বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ। সরকার বেপরোয়া- ফখরুল ॥ বর্তমান সরকার দেশ থেকে বিএনপিসহ বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করতে বেপরোয়া গতিতে নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। ফখরুল বলেন, সোমবার চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি এম এ আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, মহানগর বিএনপির হকার বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম স্বপন এবং আলকরণ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম মিয়াসহ ৫৩ নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করা হয়েছে। অবিলম্বে উল্লেখিত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক প্রতিহিংসামূলক ও কাল্পনিক মামলা প্রত্যাহার এবং তাদের মুক্তি দাবি করছি।
×