ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সাড়ে চার মাসে সর্বোচ্চ লেনদেন

প্রকাশিত: ০৫:২১, ১১ এপ্রিল ২০১৮

পুঁজিবাজারে সাড়ে চার মাসে সর্বোচ্চ লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা চার দিন উত্থানের পর মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারে পতনে শেষ হয়েছে লেনদেন। এ দিন উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরও কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে বেড়েছে। ডিএসইতে লেনদেন সাড়ে চার মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জানা গেছে, সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর বিনিয়োগকারীদের মুনাফা তোলার চাপ বেড়ে যায়। মূলত বিনিয়োগকারীদের দ্রুত মুনাফা তোলার প্রবণতার কারণেই এই সূচকের পতন। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৫৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ ও ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৬০ ও ২ হাজার ১৯৫ পয়েন্টে। এ দিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭১০ কোটি ৯৬ লাখ টাকার। যা আগের দিন থেকে ১৯ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৬৯১ কোটি টাকার। এ ছাড়া ডিএসইর লেনদেন চার মাস ১২ দিন বা ৯১ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। ডিএসইতে এর আগের সর্বোচ্চ লেনদেন গত ২৮ নবেম্বর হয়েছিল ৮১৩ কোটি টাকা। ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২২টির, কমেছে ১৮৪টির ও অপরিবর্তিত রয়েছে ৩২টির দর। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বেক্সিমকো, ব্র্যাক ব্যাংক, কেয়া কসমেটিক, ইউনিক হোটেল এ্যান্ড রিসোর্ট, আলিফ ম্যানুফ্যাকচারিং, মুন্নু সিরামিক, গ্রামীণ ফোন, মার্কেন্টাইল ব্যাংক ও ইফাদ অটো। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : কেয়া কসমেটিক, রেনউইক যজ্ঞেশ্বর, লিব্রা ইনফিউশন, মুুন্নু স্টাফলার, ইস্টার্ন লুব্রিক্যান্ট, আলিফ ইন্ডাস্ট্রিজ, জেনারেশন নেক্সট ফ্যাশন, ফ্যামিলি টেক্স ও ফেডারেল ইন্স্যুরেন্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ন্যাশনাল হাউজিং, পেনিনসুলা চট্টগ্রাম, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, প্রাইম ব্যাংক, সিঙ্গার বিডি, ফার্স্ট ফাইন্যান্স, জিবিবি পাওয়ার, এইচআর টেক্সটাইল, প্রগেসিভ লাইফ ও ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ১০১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ২, সিএসই-৩০ সূচক ৪৩, সিএসসিএক্স ৩৫ ও সিএসআই ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৬৭, ১৬ হাজার ৬২৭, ১০ হাজার ৯৩৮ ও ১ হাজার ২২১ পয়েন্টে। এ দিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৫ কোটি ২৩ লাখ টাকার। যা আগের দিন থেকে ১২ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৩৩ কোটি টাকার। সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮১টির, কমেছে ১৪৩টির ও অপরিবর্তিত রয়েছে ২৮টির দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : এসিআই, বিএসআরএম লিমিটেড, বেক্সিমকো, কেয়া কসমেটিক, জেনারেশন নেক্সট ফ্যাশন, ফু-ওয়াং ফুড, লংকাবাংলা ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, এপোলো ইস্পাত ও বিবিএস কেবল।
×