ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাত্রতিরিক্ত ঝালে স্ট্রোক

প্রকাশিত: ০৫:২০, ১১ এপ্রিল ২০১৮

মাত্রতিরিক্ত ঝালে স্ট্রোক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক প্রতিযোগিতায় বিশ্বের অন্যতম ঝাল মরিচ খেয়ে আকস্মিক মাথাব্যথায় হাসপাতালের জরুরী সেবা নিতে বাধ্য হয়েছেন ক্যারোলিনা রিপার (৩৪) নামে এক ব্যক্তি। সিটি স্ক্যানের পরে চিকিৎসকরা দেখতে পান, মাত্রাতিরিক্ত ঝাল খাওয়ায় ক্যারোলিনার মস্তিষ্কের অনেকগুলো রক্তবাহী ধমনী সঙ্কুচিত হয়ে গেছে। এই প্রথম ঝালের কারণে মস্তিষ্কের ধমনি সঙ্কুচিত হওয়ার প্রমাণ পাওয়ায় স্ট্রোকের সম্ভাবনা এড়াতে এ বিষয়ে সাবধান থাকতে বলেছেন চিকিৎসকরা। -বিবিসি সম্পূর্ণ সুস্থ ইউলিয়া রাশিয়ার পক্ষত্যাগী গুপ্তচর সের্গেই স্ক্রিপালের মেয়ে ইউলিয়া স্ক্রিপাল (৩৩) সুস্থ হয়ে ওঠায় তাকে ছেড়ে দিয়েছে ব্রিটেনের সলসব্যারি ডিস্ট্রিক্ট হসপিটাল। ৪ মার্চ সলসব্যারি শহরে একটি রেস্তরাঁর বাইরের বেঞ্চিতে এ দুজনকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। রাশিয়া তাদের নার্ভ গ্যাস নভিচক প্রয়োগে হত্যার চেষ্টা করেছে বলে দাবি করে ব্রিটিশ কর্তৃপক্ষ। এর জেরে যুক্তরাজ্য ও তার পশ্চিমা মিত্র দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক এখন তলানিতে। -বিবিসি
×