ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শীতল যুদ্ধ যুগের মানসিকতা পরিহার করুন ॥ শি

প্রকাশিত: ০৫:১৯, ১১ এপ্রিল ২০১৮

শীতল যুদ্ধ যুগের মানসিকতা পরিহার করুন ॥ শি

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ‘শীতল যুদ্ধ যুগের মানসিকতার’ বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। চীনের আর্থিক ও উৎপাদনশীল খাত বহির্বিশ্বের কাছে আরও উন্মুক্ত করার কথা ঘোষণা করে তিনি বলেন, বিশ্বের কোন কোন অংশে এখন শীতল যুদ্ধ যুগের মানসিকতা দেখা দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্পের কথা উল্লেখ না করে তিনি এ কথা বলেন। মঙ্গলবার হাইনান প্রদেশে এক বাণিজ্যিক সম্মেলনে বক্তৃতাকালে তিনি এই হুঁশিয়ারি দেন। বিবিসি। শি বলেন, এখন কোন কোন দেশ কেবল নিজের স্বার্থের কথাই ভাবছে অথবা ঔদ্ধত্য প্রদর্শন করছে। ঔদ্ধত্য কেবল নিজের স্বার্থের প্রতি মনোযোগকে নিবদ্ধ রাখে। বিশ্বে এর কোন স্থান নেই। কেবল শান্তিপূর্ণ সহযোগিতা ও উন্নয়নই পারে উভয়ের স্বার্থ অথবা সব পক্ষের স্বার্থ রক্ষা করতে। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ শুরু হওযার পর এটাই ছিল শি’র বাণিজ্য নিয়ে প্রথম মন্তব্য। তিনি স্পষ্ট ভাষায় অন্য দেশগুলোকে আধিপত্য বিস্তারের চেষ্টা থেকে বিরত থাকতে বলেন। শি’র মতে যারা ক্ষমতার রাজনীতি বা আধিপত্য বিস্তারের চেষ্টা করছে কোথাও তাদের জায়গা হবে না। হাইনানে বোওয়াও ফোরাম ফর এশিয়ায় শি বক্তব্য রাখছিলেন। সুইজারল্যান্ডের ডাভোসের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আদলে সম্মেলনটি সাজানো হয়েছে। ট্রাম্প যেভাবে একের পর এক শুল্ক আরোপ করে বাণিজ্যিকভাবে চীনকে কোণঠাসা করার চেষ্টা করছে তার বিরুদ্ধে জোরাল বক্তব্য রাখেন শি। তিনি বলেন, বাণিজ্যের জন্য দ্বার উন্মুক্ত রাখাই বর্তমান সময়ের বৈশিষ্ট্য। সময়ের দাবিকে উপেক্ষা করে যারা নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করবে তারা ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে বলে তিনি হুঁশিয়ার করে দেন। শি একই সঙ্গে আমদানি উৎসাহিত করার লক্ষ্যে যানবাহনের ওপর শুল্ক কমানো এবং বুদ্ধিবৃত্তিক সম্পত্তি রক্ষায় সংরক্ষণমূলক উদ্যোগের কথাও জানান। শি’র বক্তব্যের পর মঙ্গলবার এশিয়ার শেয়ার বাজারে তেজিভাব লক্ষ্য করা গেছে। টোকিও, হংকং ও সিডনির শেয়ারবাজারে সূচকের উর্ধমুখী প্রবণতা দেখা গেছে। ধারণা করা হচ্ছে শেয়ারবাজারের উর্ধমুখী প্রবণতার প্রভাব নিউইয়র্ক ও লন্ডনেও দেখা যাবে।
×