ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আবেগজড়িত কণ্ঠে সংসদ থেকে বিদায় চাইলেন তালুকদার খালেক

প্রকাশিত: ০৯:০৩, ১০ এপ্রিল ২০১৮

আবেগজড়িত কণ্ঠে সংসদ থেকে বিদায় চাইলেন তালুকদার খালেক

সংসদ রিপোর্টার ॥ আবেগজড়িত কণ্ঠে জাতীয় সংসদ থেকে বিদায় চাইলেন খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের সমর্থন পাওয়া তালুকদার আবদুল খালেক। বারংবার নির্বাচিত এই সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রীকে অধিকাংশ সংসদ সদস্য টেবিল চাপড়িয়ে বিদায় জানানোর পাশাপাশি তার মেয়র পদে পুনর্নির্বাচিত হওয়ার ব্যাপারে তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার রাতে সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আবেগাপ্লুত তালুকদার আবদুল খালেক জানান, খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগামী দু’একদিনের মধ্যে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবেন। এ সময় তিনি বলেন, আমি যখন যেখানে থাকি আওয়ামী লীগের নীতি ও আদর্শ নিয়েই থাকতে চাই। জীবনের শেষদিন পর্যন্ত এভাবে পথ চলতে চাই। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। আমি সকলের কাছে দোয়া চাই যেন নির্বাচনে কামিয়াব হতে পারি। খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার খালেক বর্তমানে বাগেরহাট-৩ (মংলা) আসনের সংসদ সদস্য। তালুকদার খালেক এক মেয়াদে মেয়রের দায়িত্ব পালনের পর গতবার হেরেছিলেন বিএনপির মনিরুজ্জামান মনির কাছে। প্রসঙ্গত, রবিবার রাতে গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় গাজীপুর ও খুলনায় মেয়র প্রার্থী চূড়ান্ত হয়। গাজীপুরে নৌকা প্রতীকে লড়ার জন্য নতুন প্রার্থী জাহাঙ্গীর আলমকে মনোনয়ন দেয়া হলেও খুলনায় গতবার হেরে যাওয়া প্রার্থী তালুকদার আবদুল খালেককেই বেছে নেয় ক্ষমতাসীন দল। আগামী ১৫ মে খুলনা ও গাজীপুর সিটিতে ভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ সময় ১২ এপ্রিল। সংসদে তালুকদার খালেক বলেন, আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড তাকে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচিত করতে মনোনয়ন দিয়েছে। এ জন্য আইনী কারণে সংসদ থেকে তাকে পদত্যাগ করতে হবে।
×