ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংসদে প্রশ্নোত্তর

প্রতিবছর ছয় লাখ কর্মী বিদেশে যাচ্ছে ॥ মন্ত্রী

প্রকাশিত: ০৯:০১, ১০ এপ্রিল ২০১৮

প্রতিবছর ছয় লাখ কর্মী বিদেশে যাচ্ছে ॥ মন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ প্রতিবছর ৬ লাখ কর্মী বৈদেশিক কর্মসংস্থান লাভ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। তিনি জানান, ১৯৭৬ সাল থেকে এ পর্যন্ত বিশ্বের ১৬৫ দেশে এক কোটি ১৬ লাখ ৬ হাজার ১৭১ কর্মী বিদেশে গেছে। সোমবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন স্বতন্ত্র সংসদ সদস্য ডাঃ রুস্তম আলী ফরাজী। ওই প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী জানান, ২০১৬ সালে বিদেশগামী কর্মীর সংখ্যা ছিল ৭ লাখ ৫৭ হাজার ৭৩১ । ২০১৭ সালে তা বেড়ে ১০ লাখ ৮ হাজার ৫২৫-এ উন্নীত হয়েছে; যা বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে সর্বোচ্চ। একই প্রশ্নের জবাবে তিনি জানান, বিগত ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট ৫১ লাখ ৯৮ হাজার ৯১৪ কর্মী বিদেশ গেছেন। ২০১৬ সালে ৭ লাখ ৫৭ হাজার ৭৩১ কর্মী বিদেশ গেলেও ২০১৭ সালে তা বৃদ্ধি পেয়ে ১০ লাখ ৮ হাজার ৫২৫ হয়েছে। তিনি জানান, বিদেশে লোক পাঠাতে হলে অবশ্যই লাইসেন্স থাকতে হবে। সরকারী অনুমোদন ছাড়া কোন রিক্রুটিং এজেন্সি লোক পাঠাতে পারে না। সরকারের পাশাপাশি কেবল অনুমোদিত রিক্রুটিং এজেন্সি বিদেশে লোক পাঠাতে পারে। সরকারী দলের সদস্য মোঃ আয়েন উদ্দিনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিদেশে কর্মী পাঠানো একটি চলমান প্রক্রিয়া। বিদ্যমান শ্রমবাজার ধরে রাখার পাশাপাশি শ্রম বাজার সম্প্রসারণ ও নতুন বাজার সৃষ্টির লক্ষ্যে সরকারের প্রচেষ্টা অব্যাহত। তিনি জানান, সরকারের শীর্ষ পর্যায়ে দ্বিপাক্ষিক আলোচনার সময় শ্রমবাজার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। নতুন শ্রমবাজার সৃষ্টির লক্ষ্যে ৫২ দেশে শ্রমবাজারের চাহিদা নিরূপণের জন্য শ্রমবাজার গবেষণা কার্যক্রম চলমান বলেও তিনি উল্লেখ করেছেন।
×