ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে নতুন প্রার্থী ঘোষণা বিএনপির

প্রকাশিত: ০৮:২৩, ১০ এপ্রিল ২০১৮

গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে নতুন প্রার্থী ঘোষণা বিএনপির

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান মেয়রদের বাদ দিয়ে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে নতুন প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। গাজীপুরে মেয়র প্রার্থী করা হয়েছে হাসানউদ্দিন সরকারকে, খুলনায় নজরুল ইসলাম মঞ্জুকে প্রার্থী করা হচ্ছে। সাবেক এই দুই সংসদ সদস্য আগামী ১৫ মে অনুষ্ঠেয় দুই সিটি কর্পোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন। সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সিদ্ধান্ত জানিয়ে সাংবাদিকদের বলেন, হাসান সরকার ও মঞ্জুকে ধানের শীষ প্রতীক দিচ্ছেন তারা। তিনি বলেন, দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়া কারাবন্দী অবস্থায় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। গাজীপুরে এম এ মান্নান এবং খুলনায় মনিরুজ্জামান মনি ২০১৩ সালে অনুষ্ঠিত নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের হারিয়ে এখনও মেয়রের দায়িত্বে রয়েছেন। ফখরুল বলেন, আমরা আশাকরি, জনগণের সমর্থন পাব। অতীতেও আমরা পেয়েছি। গত নির্বাচনে গাজীপুরে লক্ষাধিক ভোটে এবং খুলনায় ৬০/৭০ হাজার ভোটে আমাদের প্রার্থী জয়লাভ করেছিলেন। এবারও আমরা আশাকরি সে ফলাফলই আসবে। একইসঙ্গে নির্বাচনে সেনা মোতায়েন করা, প্রশাসন নিরপেক্ষ থাকা ও পুলিশ নিরপেক্ষ থাকবে বলে আশা করেন।
×