ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইমার্জিং ইয়াং লিডারস ॥ সেরা ১০-এ বাংলাদেশের তানজিল

প্রকাশিত: ০৭:১৯, ১০ এপ্রিল ২০১৮

ইমার্জিং ইয়াং লিডারস ॥ সেরা ১০-এ বাংলাদেশের তানজিল

পৃথিবীজুড়ে সমাজ পরিবর্তনে অবদান রাখা তরুণদের সম্মান জানাতে যুক্তরাষ্ট্র সরকার গ্রহণ করেছে ইমার্জিং ইয়াং লিডারস প্রোগ্রাম। বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা খুঁজে বের করেন সমাজে অবদান রাখা তরুণদের। তাদের পাঠানো তালিকা থেকে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট বেছে নেন ১০ জনকে। সমাজে শান্তি- সম্প্রীতি, অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশ এমন সব বিষয় নিয়ে কাজ করাদের দেয়া হয় এই পুরস্কার। মনোনীতদের বয়স হতে হবে ১৮ থেকে ২৪ এর মধ্যে। সামাজিক পরিবর্তনে বিশেষ অবদান রাখা এই তরুণেরা ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের আমন্ত্রণে ২ সপ্তাহের জন্য সফর করেন যুক্তরাষ্ট্র। সুযোগ পান তাদের কাজ নিয়ে কথা বলার মত বিনিময়ের। তারা প্রথম পরিদর্শন করবেন ওয়াশিংটন ডিসি যেখানে তাদের জনসংবর্ধনা জানানো হবে। তারপর বৈঠক করবেন সরকারী কর্মকর্তা ও বিভিন্ন বেসরকারী সংস্থার কর্তৃপক্ষের সঙ্গে। পরে অস্টিন, টেকসাস হয়ে আবার ফিরে আসবেন রাজধানীতে। এই উদ্যোগে, তৃতীয় বারের মতো ঘোষিত সেরা দশে ঠাঁই করে নিয়েছেন বাংলাদেশের তরুণী তানজিলা ফেরদৌস। মনোনীতদের সংবর্ধনা জানানো হবে আগামী ২ মে বুধবার। মনোনীতদের পাঁচজনকে নিয়ে লিখেছেনÑ পপি দেবী থাপা তানজিল ফেরদৌস (বাংলাদেশ) ২৪ বছর বয়সী তানজিল ফেরদৌস ২০১৫তে চট্টগ্রামে প্রতিষ্ঠা করেন ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’। বাংলাদেশে তরুণ স্বেচ্ছাসেবীদের বৃহত্তম প্ল্যাটফর্ম। কাজ করছেন সামাজিক উন্নয়ন ও নারী অধিকারের মতো বিষয় নিয়ে। রোহিঙ্গা উদ্বাস্তুদের নিয়ে কাজ করে চলেছেন নিরলস। জাগো ফাউন্ডেশনকে সঙ্গে নিয়ে তিনি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেছেন অন্তত ৫০০ রোহিঙ্গা শিশুর। ইসে সিফসি (তুরস্ক) ইসে সিফসি, তুরস্কের মেয়ে, বয়স ২৪। ১৪ বছর বয়স থেকে কাজ করে যাচ্ছেন সামাজিক উন্নয়নে। ইসে জানেন কেবল আত্মবিশ্বাসের অভাবে অনেক ছাত্রছাত্রী ঝরে যায় বিদ্যালয় থেকে। আর স্কুলগুলোয় সামাজিক ও মানসিক বিষয়গুলো খুব কমই শেখানো হয়। ওই বিষয় নিয়ে কাজ করার জন্য তার প্রতিষ্ঠিত সংগঠনের নাম সোসইয়ালবেন একাডেমি এ্যান্ড কাউন্সেলিং। হোসে রড্রিগুয়েজ (পানামা) পানামার ছেলে হোসে রড্রিগুয়েজ, বয়স ২০, সমাজকর্মী। মূলত কাজ করছেন শিক্ষা নিয়ে। তার মতে শিক্ষার মাধ্যমেই অর্থনৈতিক ও সামাজিক সাম্য আনা সম্ভব। নিজ দেশের উন্নয়নে শিক্ষার প্রসার ঘটিয়ে অবদান রাখতে চান তিনি দানিয়া হাসান (পাকিস্তান) ১৮ বছর বয়সী দানিয়া পাকিস্তানের মেয়ে। ২০১৬তে প্রতিষ্ঠা করেন ‘ফান টু লার্ন’ নামের সংগঠন। কাজ করছেন স্বাস্থ্য পরিচ্ছন্নতা, পরিবেশ সচেতনতা, আত্মরক্ষার মতো বিষয় নিয়ে। ২০১৮তে তিনি ভর্তি হতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ে। ন্যান্সি হার্জ (নরওয়ে) মানবাধিকার কর্মী। লেখক। অক্টোবর ২০১৭তে প্রকাশিত আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ ‘শেমলেস’ এর সহ রচয়িতা। অন্যান্য নরওয়েজিয়ান সহকর্মীদের নিয়ে শুরু করেছেন ‘শেমলেস’ মুভমেন্ট। যা ইতোমধ্যেই আলোড়ন তুলেছে। আইনের ছাত্রী, বর্ণবাদ বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী, ন্যান্সি এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নরওয়ের ডেপুটি বোর্ড মেম্বার।
×